আমাদের কথা খুঁজে নিন

   

একি অবিচার! "সাদা পোশাকে ছেলেকে ‘আটকের’ অভিযোগ আমিনীর"। আসেন সবেতে গলাগলি কৈরা কান্দি

রাজদরবারে "মুরগাভদক্রাম" পেশ করে থাকি নিয়মিত...

ঢাকা, ১০ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতা ও ইসলামী ঐক্যজোট (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী তার ছোট ছেলেকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছেন। তবে সরকারের ষড়যন্ত্র সত্ত্বেও কুরআন রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ছোট ছেলে মাওলানা আবুল হাসানাতকে আটকের প্রতিবাদে রবিবার দুপুরে লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মুফতি আমিনী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নানাভাবে তাকে ও তার পরিবার ধ্বংসের ষড়যন্ত্র করছে। তবে এসব করে কুরআনবিরোধী আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলন থেকে তাকে পিছু হটানো যাবে না বলে মন্তব্য করেন আমিনী।

তিনি অভিযোগ করেন, সরকার আমার পরিবারকে ধ্বংস করার জন্যই আমার ছেলেকে আটক করেছে। এতে করে সরকার আমাকে দুর্বল ও হয়রানি করতে চাই। আমিনী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, তার পরিবারকে ধ্বংস করে, কিংবা তাকে ফাঁসি দিলেও কুরআনবিরোধী আইন প্রতিহত করতে চলমান আন্দোলন থেকে তিনি পিছপা হবেন না। সংবাদ সম্মেলনে বলা হয়, রবিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ধোলাইখালে গাড়ি মেরামত করার সময় ডিবি পুলিশ হাসনাতকে আটক করে নিয়ে যায়। তবে ডিবি কর্তৃপক্ষ হাসনাতকে আটকের বিষয়টি অস্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ নেজামী, ঢাকা মহানগরের আমীর মাওলানা আবুল কাশেম ও সেক্রেটারি আহলুল্লাহ ওয়াসেল প্রমুখ উপস্থিত ছিলেন। Click This Link আসেন সবাই গলাগলি কইরা কান্দি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।