জীবনটা এক আয়না- ভেঙ্গে গেলে জোড়া লাগে, তবু দাগ যায় না.. কি করে বল রাখি? তাই দিয়ে যাই ফাঁকি আমার কূরে ঘরে তোর ঐ তাল বেহালার মন কি করে বল এই অবলা করবে গ্রহণ?? বাঁশ-বাগানের বাঁশ রঙ্গিলা কষ্টগুলো মোর ধিম গতিতে শুকিয়ে দিবে.... সাজানো বাগান তোর কি কের বল রাখি? তাই দিয়ে যাই ফাঁকি আমার অন্ধ ঘরে... তোর ঐ নীল রাঙ্গলা মন কি করে বল এই অবলা করবে যত্বন? যদি আকাশ ভিজে, ভিজে মাঁটি, ভিজে আমার চোখ!! জানি তোর বাগানের হিমেল হাওয়া শুকিয়ে নিবে সব... তবু তোর তরে আজ ভাবি ভবের নেশায় আসল পেশায় আমি অবুঝ এক কবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।