আমাদের কথা খুঁজে নিন

   

আমি হব উড়াল পঙ্খি

মেঘ বলেছে যাব যাব

তুমি আসো বৈশাখি ঝড় হয়ে তোলপাড় তুলে হৃদয়ে তুমি আসো সুনামি হয়ে দশ মিটার ঢেউ উচিয়ে তুমি আসো হাতে কালাশিনিকভ আমি ভয়ে জড়সড় এমনি তোমার শাসন বন্ধু এই আমি নড়বড় তুমি আসো বৃষ্টি হয়ে আমি আপ্লুত তব ধারায় তুমি আসো মেঘ হয়ে আমি আশ্রিত তব ছায়ায় তুমি আসো রোদ্দুর হয়ে আমি পুড়ে তামা হই তুমি আসো অগ্নি হয়ে আমি পুড়ে ঝামা হই তুমি আসো কান্না হয়ে আমি হই দিশেহারা তুমি আসো পান্না হয়ে এই আমি পাগলপারা তুমি আসো স্বপ্ন হয়ে আমি হই টালমাটাল তুমি আসো কল্পলোকে আমি হই অশ্রূসজল তুমি আসো বন্যা হয়ে আমি ভাসি তার বানে তুমি আসো হন্য হয়ে আমি ভাসি তার টানে আমি হব উড়ালপঙ্খি উড়াল দেব আকাশে সঙ্গে তোমায় নেব না কো ভেসে যাবে বাতাসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।