সৃস্টির সেরা মানুষ তার অতি ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতায় এ সুবিশাল মহাবিশ্বের অসীম অজানার কণাতম রহস্যও ভেদ করতে না পারার চরম ব্যর্থতায় স্রস্টাকেই অস্বীকার করার স্পর্ধা দেখায়!!!
আসন্ন পহেলা বৈশাখে $histalee Foundation আধুনিক বাঙ্গালী নারীদের জন্য একটি বিশেষ Training Course এর আয়োজন করেছে। কোর্সের বিষয়, ১. সঠিক নিয়মে বাঙ্গালী উপায়ে ওড়নার সঠিক ব্যবহার এবং ২. ইসলামিক ও নন-ইসলামিক ওড়না ব্যবহারের মূল পার্থক্য। কোর্স পরিচালিত হবে বিশেষজ্ঞ মহিলা দ্বারা এবং আসনসংখ্যা সীমিত! নববর্ষ উপলক্ষ্যে ৫০% ছাড়!!! $histalee Foundation এর এবারের নববর্ষের স্লোগান "ওড়না না পড়লে নাই, পড়লে ভালোভাবে" পাদটীকা, Foundation এর চেয়ারম্যান তার অতি পরিচত দু-তিনজন অতি আধুনিক নারীর কোর্স ফি'র টাকাটা নিজের পকেট থেকেই দিতে রাজী হয়েছেন
আমার একজন পরিচিত আধুনিক নারী আছেন যার বাবা দেশের অন্যতম বিখ্যাত শিক্ষাবিদ- ভার্সিটির শেষ বর্ষে একটি National Inter-Varsity Competition এ ওনার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে আমি গর্বিতবোধ করেছিলাম ওনার সাথে Handshake করা হয়েছে বলে। কিন্তু অতীব দুঃখের কথা হলেও সত্য, দেশবরেণ্য শিক্ষাবিদ হয়েও উনি তার সুকন্যাকে শেখাতে পারেননি কিভাবে সুশীলভাবে ওড়না পড়তে হয়
প্রাইভেট ভার্সিটির অবস্থা আরো Interesting, অনেক ভার্সিটিতেই মেয়েদের ওড়না যত দ্রুত গতিতে উপরে উঠছে ছেলেদের জিন্স যেন তার চেয়েও দ্রুত গতিতে কোমড় থেকে নিচের দিকে নামছে
অবশ্য তাদের দোষ দিয়ে লাভ নেই, সবার গায়েই ডিজিটাল ডিজুস যুগের হাওয়া এসে লেগেছে---
" আমাদের যুগে আমরা যখন চাচা চৌধুরী পড়ি মেলা,
তোমাদের যুগে তোমরা এখন Facebook এ কর খেলা
আমাদের যুগে আমরা যখন তিন গোয়েন্দা নিয়ে Busy,
তোমাদের যুগে এখন Youtube এ ভিডিও দেখা কত Easy "
আবার একটা বিতর্কিত ব্যাংক নিজেদের সবকাজে Transparent দাবী করে দেখে বেশ মজা পেয়েছিলাম, তাদের দাবীর সার্থকতা বুঝতে পারলুম তাদের একটি Branch এ সকল মহিলা Employee দের Transparent ওড়নার ব্যবহার দেখে
সে যাই হোক আর তাই হোক, আমরা যারা নিজেদের আধুনিক পুরুষ বলে দাবী করি তারা এসব আধুনিকাদের সাথে কথোপকথনে Eye to_____ contact করে তাদের বিব্রত না করে Eye to Eye contact করলেই ঝামেলা চুকে যা্য- কিন্তু সমস্যা হলো মুখে আধুনিক হলেও, অনেক পুরুষেরই প্রিয় গান আবার, হা্যদার হোসেনের "চোখতো সেন্সর করা শেখায়নি"
এ ওড়না সংক্রান্ত সবচে দুঃখজনক ঘটনা হলো, আমার অন্তত্য মেধবী বন্ধু সম্প্রতি দুর্দান্ত interview দেবার পরও চাকরী পায়নি-কারণ জিজ্ঞেস করতেই যা বললো-আমাদের সবারতো আক্কেলগুরুম, তার কথার সারমর্ম হলো, Female HR Manager "ওড়না না পড়লে নাই, পড়লে ভালোভাবে"- এই নীতির ঘোর বিরোধী ছিলেন
তবে আধুনিক নারীরা যারা Foundation এর নববর্ষ কোর্স করতে অনিচ্ছুক তারা চাইলেই আধুনিক উপায়ে ওড়না ব্যবহার করতে পারেন, কিন্তু ঘর থেকে বের হবার আগে আ্য়নায় একবার নিজেদের দেখে নিলেই বুঝবেন, তাদের এ আচরণ রুচিশীল পুরুষদের জন্য আনন্দদায়ক নাকি নির্যাতনস্বরুপ
লেখা আর দীর্ঘায়িত নাকরে যারা এ লেখা কষ্ট করে পড়েছেন তাদের একটি সুসংবাদ দিতে চাই, Foundation চেয়ারম্যান আপনাদের সবার জন্যই খুবই সহজ একটি টার্গেট দিয়েছেন যেন এ নববর্ষ কোর্স সফল হয়- আপনাদের সবার জন্য টার্গেট মাত্র তিনজন করে আধুনিক নারী
Target achievement and over achievement এর জন্য রয়েছে বিশেষ কমিশনের ব্যবস্থা
সব কথার শেষ কথা, তোমার ওড়না তুমি পড়বা, যেমন খুশী তেমন পড়বা; লেখক পাজী বলবার কে????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।