আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিশ্ব বাঘ দিবস , সুন্দর বন বাচাও



আজ বিশ্ব বাঘ দিবস ****** জিন্দা পীরের মাঝার এক খান গিয়ে দেখ সুন্দর বন বাঘের ডাকে মাটি কাঁপে হু হু করে সমিরন । । চিতা বাঘ আর ফুলেস্বরি , বেড়া ভাঙ্গা , লূহাজুরি কত নামের বাধ দেখা যায় করিতেছে বিচরন । । *********** আজ বিশ্ব বাঘ দিবস *************** আমাদের মনোরম প্রাকৃতিক সুন্দরের লিলাভুমি সুন্দরবন এর প্রধান বইশিস্ট বাঘ ।

। বিশ্ব জুড়ে পরিচয় রয়েল বেঙ্গল টাইগার । । বর্তমান বাধের সংখ্যা ৪৪০ টি আজ বৈশ্বিক আবহাওয়া এবং সুন্দর বনের বৃক্ষ নিধনের কারনে বিপন্ন । আবারও ভারতের রাম্পাল কয়লা বিদ্যুতের কারনে অতিরিক্ত কালো রাসায়নিক ধুয়ার কারনে বৃক্ষ রুক্ষ হয়ে বিপন্ন হবে সুন্দর বন এবং টিকবেনা বাধের অভয়ারণ্য ।

। পরিবেশ রক্ষার্থে সুন্দর বন বাচাও স্লোগানে আজি বজ্রকন্ঠে আওয়াজ চাই সুন্দর বন ধংশ হোক তা আমরা চাইনা রয়েল বেঙ্গল বাঘ বিপন্ন হোক তা আমরা চাইনা প্রচারে , বাংলাদেশ পরিবেশ বাঁচাও সংহতি এক্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।