আমাদের কথা খুঁজে নিন

   

মাইরা'লা আম্রে মাইরা'লা; ফেসবুক; লজ্জা এবং কিছু কথা

(প্রিয় টেক) বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ‘মাইরা'লা আম্রে মাইরা'লা’ কথাটি একবারও চোখে পড়েনি এমন লোক বোধহয় খুব কমই পাওয়া যাবে। এই নামে তো এক বা একাধিক ফেসবুক পেজও আছে। এ তো কেবল একটা । আরও বেশ কিছু শব্দই এখন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যেমন- সুন্দ্র (সুন্দর), খ্রাপ (খারাপ), কেম্রাম্যান (ক্যামেরাম্যান), ভিড্যু (ভিডিও), ম্যা (মেয়ে), দ্যাক্লাম (দেখলাম), উপ্রে (উপরে) ইত্যাদি। হয়ত অনেকে বুঝে করছেন, কিংবা না বুঝে । আবার হয়ত কারো কাছে এটাই স্মার্টনেস।

সোর্স: http://tech.priyo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।