আমাদের কথা খুঁজে নিন

   

শেষ কথা ফররুখ আহমেদ



কিছু লেখা হ'ল আর অলিখিত র'য়ে গের ঢের, কিছু বলা হ'ল আর হয়নি অনেক কিছু বলা অনেক দিগন্তে আজু হয় নাই শুরু পথ চলা কে জানে সকল কথা ? কে পেয়েছে সংজ্ঞ সময়ের ? শুধু নিমেষের রঙে এই সব গান মুহূর্তের অতলান্ত দরিয়ার এসব বুদবুদ গোত্রহীন কখনো উঠেছে কেঁদে, কখনো বা হয়েছে রংগিন দু' দন্ড কেলার ছলে স্পর্শ নিতে পূর্ন জীবনের । লক্ষ যুগ- যুগান্তর মিটে যায় যেখানে পলকে ] সেখানে এ বুদবুদের কান্না-হাসি , সংশয়িত কার কতটুকু তবু তারে রাখে ঘিরে প্রদোষ সকার রঙের বৈচিত্র্য দিয়ে. অন্ধকারে তারা ঝলকে দূরের ইশারা এনে।( মুহূর্তের আনন্দ উত্তাল উদ্ভাসিত হ'য়ে ওঠে দিক দিগন্তে শাশ্বত আলোকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।