সত্যই সুন্দর এবং সুন্দরই জীবন।
তোমাদের ঘরে কি আজ আলোর উৎসব চলছে?
মুঠো মুঠো আলো ঝলকিয়ে পড়ে বিস্ময়তায়!
গহীন অন্ধকারকে বিদীর্ন করে যেনো আতশবাজী -
‘লাইট এন্ড সাউন্ড’-এর অপূর্ব কারুকাজ এক।
আজন্ম লালিত স্বপ্নের ধারা উজানে চলতে গিয়ে
ক্রমশঃ পিছিয়ে পড়ছে স্রোতের টানে, তলিয়ে যায়
ভালোবাসায় ক্লান্ত শরীর অভিমানে ফুঁসে ওঠে -
নিজের হৃদ-পিন্ড ছিঁড়ে ফেলে গহীন আক্রোশে।
তুমি কি এখন সুখের মশারীর তলে শুয়ে আছো ?
কষ্টের কীটগুলো জ্বালাতন করেনা শরীরে তোমার ?
স্বপ্নের বিবরে মাখনের মতো পেলোবিত শরীর রেখে
এখনো উড়ে বেড়াও প্রজাপতির মতো শর্ষের ক্ষেতে ?
সেই সকল সুখের স্মৃতি চেতনায় তুলে আনে এমন
এক দুঃখবোধের নিস্তরঙ্গ জলাঙ্গীর বিহ্বল ধারা
প্রেমহীনতার দৈন্যতাময় অন্য রকম জীবনের বোধ -
নিজেকে ক্রমশঃ নিঃশেষিত করার অদ্ভুদ প্রয়াস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।