.
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন,
আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করতে নতুন শিক্ষাক্রম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ২০১২ সালের পাঠ্যক্রমে বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- এই ৩ বিষয়ের নতুন বই সংযোজন করা হবে। আর ২০১৩ সালে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সব পাঠ্যবই হবে নতুন শিক্ষাক্রম অনুসারে। গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- মিলনায়তনে মাধ্যমিক স্তরে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ৩ বিষয়ের খসড়া পাঠ্যক্রম দলিল হস্তান্তর কালে তিনি এসব তথ্য জানান। বিষয়গুলো হচ্ছে- বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পাঠ্যক্রম উন্নয়ন কমিটির দলিল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এখন আপনারাই বলেন, স্কুল পাশ দিয়ে আমরা কি বাচাটাই না বাচছি !!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।