আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্যাঞ্চল থেকে বিদেশ প্রশিক্ষণে প্রার্থী পাঠানোয় অনিয়ম

my country creat me a ginipig

পার্বত্যাঞ্চল থেকে বিদেশ প্রশিক্ষণে প্রার্থী পাঠানোয় অনিয়ম অভিযোগের অঙ্গুলি ইউএনডিপি ও সিএইচটিডিএফের দিকে বান্দরবান: নেতৃত্বের সক্ষমতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর সংক্ষিপ্ত প্রশিক্ষণের নামে পার্বত্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন পেশার ২২ ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর ঘটনায় ব্যাপক অনিয়ম, গোপনীয়তা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। অভিযোগকারীরা জানিয়েছেন, শর্ট কোর্সের নামে মূলত প্রমোদ ভ্রমণের জন্যই ৯ এপ্রিল ওই ২২ জনকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে। ইউএনডিপির সূত্র বাংলানিউজকে জানায়, অস্ট্রেলিয়া সফরের জন্য বান্দরবান থেকে নির্বাচিতরা হলেন বেসরকারি সংস্থা (এনজিও) অনন্যা নারীকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, এনজিওকর্মী ডনতেমু লংচু, রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান উমে চিং মারমা, বান্দরবানের হেডম্যান পুলু প্রু, থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, এনজিওকর্মী লয় মং চাক। খাগড়াছড়ি থেকে জেলা পরিষদ সদস্য চাই থোয়াই অং মারমা, এনজিওকর্মী বেকি ত্রিপুরা, খাগড়াছড়ির একুশে টিভির সাংবাদিক চিংমে প্রু, জেলা পরিষদের ভূমি কর্মকর্তা শ্রাবস্তী রায়, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বাঁশরী চাকমা।

রাঙামাটি থেকে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের বড় ভাইয়ের স্ত্রী টুকু তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা কেরল চাকমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, দৈনিক প্রথম আলোর সাংবাদিক হরি কিশোর চাকমা, উত্তর কদমতলীপাড়া উন্নয়ন কমিটির চেয়ারপারসন প্রণতি চাকমা, রাজস্থলী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার ও জীবন পাংখোয়া এবং পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা। একমাত্র বাঙালি হিসাবে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী ও বর্তমান খাগড়াছড়ির সমাজকল্যাণ কর্মকর্তা (জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া) রোকেয়া বেগম। প্রশিক্ষণের জন্য নির্বাচিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সবার অস্ট্রেলিয়া সফরের পুরো খরচ বহন করবে অস্ট্রেলিয়া সরকারের অস-এইড নামের সংস্থা। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে সফরকারী ২২ সদস্যের অন্যতম থানচি উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বাংলানিউজকে বলেন, ‘পেশাগত কাজে কর্মদক্ষতা বাড়াতে আমরা ১৫ দিনের জন্য শর্ট কোর্সে যোগ দিতে আস্ট্রেলিয়া যাচ্ছি। ’ নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির একাধিক সূত্র জানায়, নির্বাচিতদের মধ্যে অনেকেই এর আগে অন্তত দশবার ইউএনডিপির অর্থে বিভিন্ন দেশ সফর করেছেন।

পার্বত্যবাসীর উন্নয়নের কথা বলে তারা সফর করলেও এ পর্যন্ত তাদের ওইসব সফরের ফলাফল শূন্য- এমন প্রতিক্রিয়া আছে ইউএনডিপির অভ্যন্তরেই। অপরদিকে, প্রশিক্ষণের জন্য এমন এক সরকারি কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে যিনি তৃণমূলের দক্ষতা বৃদ্ধিতে বাস্তবে কোনো ভূমিকাই পালন করতে পারবেন না। চুক্তি অনুসারে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সম-অধিকারের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের বাধ্যবাধকতা থাকলেও এই সফরে প্রার্র্থী বাছাইয়ে এ শর্ত অনুসরণ করা হয়নি। এভাবে প্রার্থী বাছাইয়ের প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় সদস্য ও সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলার নেতা শাহাজ উদ্দিন বলেন, ‘জনসংখ্যার আনুপাতিক হারে সম-অধিকারের ভিত্তিতে বিষয়টি করা উচিত ছিল। ’ সম-অধিকার বান্দরবান শাখার সভাপতি হাফেজ মাস্টার অভিযোগ করে বলেন, ‘এ ধরনের কাজ করে এসব দাতা সংস্থা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।

’ নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির স্থানীয় এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, অস্ট্র্রেলিয়ার আদিবাসী অধ্যূষিত এলাকা পরিদর্শন করবেন সফরকারীরা, আর সফরের অর্জিত জ্ঞান পার্বত্য চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে কাজে লাগাবেন। ইউএনডিপির অন্য একটি সূত্র জানায়, ইউএনডিপি এবং অস্ট্রেলিয়া সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে প্রতি বছর ২০ জন করে ১০০ জন আদিবাসী শিক্ষার্থীকে পাঁচ বছরব্যাপী বৃত্তি প্রদান করা হচ্ছে। ২০০৬ সালের ৮ জুন এ বৃত্তি চালু করা হয়। এ কর্মসূচির প্রাথমিক লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা যা এ অঞ্চলের উন্নয়নে কাজে লাগবে। সম্প্রতি বান্দরবান উপজেলা পরিষদ মিলনায়তনে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুুর রহমানের উপস্থিতিতে ইউএনডিপির একটি কর্মশালায় বিভিন্ন বৈষম্যমূলক কর্মকা-ের প্রতিবাদ জানান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনিসহ বিভিন্নজন।

ওসমান গনি ইউএনডিপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বাংলানিউজকে বলেন, ‘শুধু বিদেশ সফরের প্রার্থী নির্বাচন নয়, ইউএনডিপির বৃত্তি প্রদান কর্মসূচিতে একজন বাঙালিকেও নির্বাচন করা হয়নি। এভাবে তারাই পাহাড়ে বৈষম্য সৃষ্টি করছে। ’ এ বিষয়ে কথা বলার জন্য গত বৃহস্পতিবার ইউএনডিপি-সিএইচটিডিএফের প্রধান প্যাট্রিক সুইচিঙের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে বলেন, ‘পরে কথা বলবো। পরে কখন প্রশ্ন করলে তিনি অফিস সময়ের পর বিকেল ৫টার পর ফোন করার পরামর্শ দেন। কিন্তু তার দেওয়া সময় অনুযায়ী পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।