কথায় বলে ভালোবাসার টানে, গাছে উঠে। ম্যাডাম বেশ কয়েকদিন যাবৎ খুব যন্ত্রনায় ছিলেন, প্রথমত উনি গোআ, নিজামী,সাইদীকে অনেকদিন যাবৎ খুব মিস করছিলেন। কবে দেখা হয়েছিলো, কবে..... আবার কবে হবে?
উনারা জেলে, কিন্তু উনি কিভাবে রাজপ্রাসাদে বসে থাকেন? সেই যন্ত্রনা শেষ হতে না হতেই শুরু হলো প্রজন্মের যন্ত্রনা!!! বিচ্চু পোলাপান গুলান কিচ্ছু বুঝেনা, প্রথমে চাইলো ফাঁসি, তারপর জামাত শিবির নিষিদ্ধ, এদের আর্থিক প্রতিষ্ঠান নিষিদ্ধ ...... হেন,তেন....। বুক ফাটে তো মুখ ফুটেনা!!!
উনি কখনো বিচ্চু গুলোকে নাস্তিক, কখনো বাম, কখনো স্বাগতম, কখনো আলীগের লেজ...... আহারে কিছুতেই কিছু হয়না, আফসুস, বুকে বড় ব্যাথা ....... বিচ্চু গুলান শাহবাগ ছাড়েনা। জামাত হরতালের ডাক দেয় কিন্তু উনি সমর্থনও দিতে পারেনা! বুকে ব্যাথা, আহারে, আহারে...... যাক, লজ্জা শরমের মাথা খেয়ে উনি জামাতের দুই দিনের সাথে আরেকদিন হরতাল দিয়ে দিলেন..... শান্তি, মনে বড়ই শান্তি।
কিন্তু কোথাকার কি? এত জ্বালাও পোড়াও, খুন, হত্যা ......তাতেও তার প্রাণের মানুষকে বাঁচাতে পারবেন বলে মনে হলোনা। আগে ছিলো বুকে ব্যথা, আর এখন সর্বাংগে ব্যথা!!! আহারে,,,,, আহারে........
না, আর সহ্য হচ্ছেনা। এবার আর লজ্জা, ঘৃনা, সমাজ সব জলে ডুবে যাক, তবুও তোমাকে চাই। সুতরাং তুমি-আমি মিলে আজ হরতাল!!! জিন্দাবাদ, জিন্দবাদ!!!
ভালোবাসা কভু হারিয়ে দিতে দিবোনা, চলো ঘর বাঁধি। ভালোবাসা জিন্দাবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।