Never reject a day in your life. Because: Good Day gives you happiness and Bad Day gives you experience.
জিকসেস ভাই বেশ মুড নিয়ে বাসর ঘরে প্রবেশ করলেন। বাসর ঘরে কি করবেন কি করবেন না এইটা নিয়া তিনি প্রায় ১০ বছর যাবৎ প্ল্যান করে যাচ্ছেন। আজকে সব প্ল্যান বাস্তবায়নের মাহেন্দ্রক্ষন। তিনি প্রথমেই একটা জোক্স শোনানোর প্রস্তুতি নিয়ে ভাবীর(ভাবী নাকি আপু!) কাছে বসলেন। বললেন
- “শুনো এক হাসির গফ।
এক ছিলো খলিল”
তখনই ঘটলো ঘটনা। হঠাৎ মেকি রাগ নিয়ে ধমক দিয়ে উঠলেন ভাবী।
- "ঐ! তুমি আমারে জোক্স শুনাইতে আসছো? আমার গিফট কই? বিয়ের আগে তো খুব কটর পটর করলা! বাসর রাতে এই দিবা সেই দিবা। কিন্তু এখন কি!"
ভাবীর অগ্নিমূর্তি দেখে জিকো ভাই পুরা তব্দা! এ কি হলো! বাসর রাত নিয়ে তার এতোদিনের প্ল্যান কি তবে ভেস্তে গেলো।
ভাবী তখন চিৎকার করে যাচ্ছেন।
- "গিফট যখন আনো নাই। তখন আমিই তোমারে গিফট দিবো। গিফট হইলো চিমটি। আইজ পুরা রাইত চিমটা খাইবা। "
এই কথা বলে ভাবী আমাকে ফোন করবেন-
“এই রাজি।
তোর দুলাভাইরে আইজ পুরা রাইত চিমটাবো রে। দোয়া করিস! সফল ভাবে যাতে চিমটাচিমটি কার্যক্রম সমাপ্ত করতে পারি। ”
(কপি পেস্ট)
এই ফাকে দুলাভাই সটকে পড়ার চেষ্টা করবেন। কিন্তু পারবেন না। জিকো ভাইয়ের পাঞ্জাবীর কোনা ঠিকই ধরে রাখবেন ভাবী
রাজি লেকসে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।