মনে হয় বুনো পাখিদের দেশ থেকে দেশান্তরে যাতায়াত দেখেই তারা পালাবার শিক্ষালাভ হয়েছিল।
ফিফার কারখানা থিকা মগ্নতার এই মহাকমেন্ট তুইল্যা আনলাম:
ব্লগ অথরিটি দিনদিন এত নির্ধারক ভূমিকা পালন করতেছে ক্যান? ব্লগারগো বাছাই করতে দেন না তারা কারে ভোট দেবার চায় বা না দেবে। আমারোত সেরা ব্লগার হইবার মন চাইতে পারে। আপনেরা ব্লগ অথরিটি হইয়া এইটা নির্ধারণ কইরা দিতে গেলে তো ব্লগ হইলো না। আপনেগো ভাই বেরাদরদের খুনসুটি হই গেল।
১৭৭ নম্বর মন্তব্য
আমি মগ্নতারে সাপোর্ট করি। এখন মাঠ বেজায় গরম। ডয়চেভেল এর এক ফালতু আকাইম্যা রগড়ারগড়িতে সবার মাথার উপ্রে উঠতে বঙ্গদেশের ব্লগ সমাজ বহু নিচে নাইম্যা পরষ্পরের চুলোচুলিতে ব্যষ্ত। ব্লগাব্লগিতে এই বিস্কুট-দৌড় সংস্কৃতি লই বহুত আগে মাঠ গরম হইসিল। এমত পরিস্থিতিতে আমার প্রস্তাব, আপনেরা যারা নিজেগো মান মর্যাদা লই থাকতি চান তারা এই মুহূর্তেই এই ফলতু রগড় থিকা নিজেগো নাম উঠায়া নেওনের আবেদন করেন ডয়েচেভেল কর্তৃপক্ষকে।
মা-আস সালাম। জগতের সকল প্রাণী সুখী হউন। আমেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।