ঙ্গনেক মেয়েদেরই ধারনা স্বামীর পকেট থেকে টাকা সরানোর জন্য অনুমতির প্রয়োজন হয়না.........। । কারন সেতো আর পর কেউনা। কিন্তু ইসলামে বলা হয়েছে মায়ের যদি মেয়ের কাছ থেকেও কোনো জিনিসের প্রয়োজন হয় সেটাও বিনা অনুমতিতে নেবেনা।
আমার লেডিস কলিগেরা ঠিক কি কি কৌশল অবলম্বন করে এই কার্য সম্পন্ন করে তাই ডিসকাস করে অবসর সময়কে মাতিয়ে রাখত।
তাছাড়া কে কোনদিন কতটাকা উদ্ধার করতে পেরেছে তা সগৌরবে ডিক্লেয়ার করে উল্লাসে মেতে উঠত। এবং তাদের ধারনা স্বামী মহাশয়রা বোধ হয় কিছুই টের পান না। একদিনের ঘটনা......আমার এক কলিগের খুব মন খারাপ......কারন......অন্যান্যবারের মত গতকালও সে কিছু টাকা নিয়েছিলো তার স্বামীর মানিব্যাগ থেকে...অসৎ কোনো উদ্দেশ্যও ছিলনা এবং টাকার পরিমানো খুব বেশি ছিলোনা,মাত্র একশ টাকা......কিন্তু ভদ্রমহিলার কপাল খারাপ। তার স্বামী অফিসে গিয়ে কোনো কাজে টাকা বের করতে গিয়ে দেখে তার পকেটে টাকা নেই....তাকে জিজ্ঞেস করলে সে বলেছিলো হ্যা নিয়েছে,তাই নিয়ে ঝগড়াঝাটি তুমুলকান্ড.....স্বামীর অভিযোগ প্রায়ই টাকা সরাও কখনও কিছু বলিনা.........ছি ছি এত অল্প টাকার জন্যে এত কাণ্ড......আসলে কর্তাবাবুর টাকা হারিয়েছিলো......পাচ হাজার......এরপর থেকে বাবু আর যেখানে সেখানে টাকা রাখেননা......যদিও পরে জানা গিয়েছিলো বউএর টাকা সরানোর ব্যাপারটা টের পেয়েছিলো কাজের মেয়ে.........তাই সেও মাঝেমধ্যে গৃহীনির পন্থা অবলম্বন করত তবে টাকার পরিমানটা ছিল একটু.........। কিন্তু ততদিনে ভদ্রমহিলার ইনকামের পথটা চিরদিনের জন্যে রুদ্ধ হয়ে গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।