আমাদের কথা খুঁজে নিন

   

আসুন,আমরা বিনয়ী হই।

:-)
***কথায় কে উত্তম ঐ ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর দিকে আহবান করে, সৎকর্ম করে এবং বলে, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ভাল এবং মন্দ সমান হতে পারে না। (মন্দ) প্রতিহত কর উৎকৃষ্টতর (আচরণ) দ্বারা; ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা ধৈর্যশীল, এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহা সৌভাগ্যবান। --(সূরা ফুসসিলাত : ৩৩-৩৫)” ***তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থানের অধিকারী হবে তারা যারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী।

আর তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে তারা যারা বেশি কথা বলে, যারা কথা বলে জিতে যেতে চায়, বাজে কথা বলে এবং যারা অহঙ্কার করে। --(তিরমিজি, হাদিসটি হাসান। ) ***কখনো অহংকারবশে তুমি মানুষদের জন্যে তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং (আল্লাহর) যমীনে কখনো ঔদ্ধত্যপূর্ণভাবে বিচরণ করো না; নিঃসন্দেহে আল্লাহ তায়ালা প্রত্যেক উদ্ধত অহংকারীকেই অপছন্দ করেন। --(সূরা লুকমান(৩১), আয়াত ১৮) ***আল্লাহর যমীনে (কখনোই) দম্ভভরে চলো না, কেননা (যতোই অহংকার করো না কেন), তুমি কখনো এ যমীন বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায়ও তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। --(সূরা বনী ইসরাঈল(১৭), আয়াত ৩৭) এবং আমার কিছু কথাঃ সেই ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি বিনয় মানুষকে অনেক বড় করে তোলে।

ইসলাম ধর্ম সহ সকল ধর্মে অহংকার পরিত্যাগ করে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা আসলে কতটুকু বিনয়ী? আমি একটা বড় পদে আছি,আমার চেয়ে যারা অধস্তন,তারা আবার মানুষ হল নাকি? তারা তো আমার চেয়ে কম বেতন পায়,মাস শেষে আমার কাছে হাত পাততে হয়। আমার ছেলে-মেয়েরা আমার অহংকার,তারা ভাল ভাল স্কুল-কলেজে পড়ে। আমার বাবার গাড়ি আছে,বাড়ি আছে—আমি বুয়েটে পড়ি,মেডিকেলে পড়ি—ভাব তো আমার-ই মারা উচিত তাই না? কয়জন বুয়েটে চান্স পায়? ঢাকা ভার্সিটিতে চান্স পায়? আমার মত মেধাবী কয় জন? আমি অনেক ভাল লিখি—আমার মত সুন্দর করে কয়জন লেখে? আমি তো হিট ব্লগার। হয়ত জীবনের কোন না কোন সময় এই ধারনাগুলো আমাদের মাথায় ঘুরপাক খায়।

অথচ আমরা একবার-ও ভেবে দেখিনা-এই নশ্বর পৃথিবীতে আমরা কেউ-ই অবিনশ্বর নই। আর আমরা যদি জীবনে অনেক ভাল কিছু করেও থাকি—সেটা আমাদেরকে দিয়ে আমাদের সৃষ্টিকর্তা করিয়ে নিয়েছেন আমাদের পরিশ্রম দ্বারা। অহংকার কখনোই কোন মানুষের জন্য কল্যানকর কিছু বয়ে আনেনা। বিনয়,ভদ্রতা এবং সুন্দর ব্যবহার-ই প্রকৃতপক্ষে একটি মানুষের আসল পরিচায়ক। তাই সকলের কাছে বিনীত অনুরোধ,কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আমরা বিনীত হই,ভদ্র হই,সুন্দর হই! এবং মনে রাখি—অহংকার শুধু পতন-ই ডেকে আনে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।