আমাদের কথা খুঁজে নিন

   

ব্যালে---অদ্ভুত স্কিল মারাত্মক সুন্দর কোরিওগ্রাফি



আমি ছোটো বেলা থেকেই নাচ শিখতাম। আট বছর কথক ও ভরত নট্যমের কোর্স করেছি। এখন নাচ জীবন থেকে পুরাই বাদ। কিন্তু কখোনো নাচের কোনো কিছু দেখলে মাথা খারাপ হয়ে যায়। তখন আফসোস হয় ইস কেনো যে নৃত্যশিল্পী হলাম না।

তবে বাংলাদেশ এ যত বড় নৃত্যশিল্পী হোক কারো নাচেই তেমন কোনো স্কিল দেখা যায়না। কারো নাচ দেখেই বলা যায়না ওয়াও অদ্ভুত স্কিল মারাত্মক সুন্দর কোরিওগ্রাফি..খুব ইনোভেটিভ কোরিওগ্রাফি কোনো কিছুই না। যাই হোক। এখানে একটা ভিডিও দেখলাম। স্কিল দেখে তো আমার মাথা খারাপ।

কেন যে নৃত্যশিল্পী হলাম না!!! এখানে লিংক দিলাম : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।