আমাদের কথা খুঁজে নিন

   

কি করে আমি বলি এই মোটা চশমা পড়া আতেল মেয়েটাকেই আমি এত ভালবাসি???(৩য় পত্র)

http://rmpalash.blogspot.com/

আগের পর্বঃ কি করে আমি বলি এই মোটা চশমা পড়া আতেল মেয়েটাকেই আমি এত ভালবাসি???(২য় পত্র) হলুদ পাখি তুমি কোথায়। তোমার দক্ষিন মুখি ব্যালকনিওয়ালা সেই রুমে? পড়ছ? গল্প করছ? টিভি দেখছ? জান কালরাত থেকে আমার কিছুই ভাল লাগছেনা। চাপা রাগ গুমরে গুমরে উঠছে। আমি জানিনা কার প্রতি আমার এই রাগ। কেন রাগ।

কিন্তু আমার কষ্ট গুলো কেন রাগে রুপান্তরিত হল আমি জানিনা। সত্যি জানিনা। সত্যি। পাখি বলতো সবাই যেভাবে বলে আমি কেন সেভাবে বলিনা?আমি যেভাবে বলি সবাই কেন সেভাবে বলে না? আমার কথা কেন বুঝতে পারেনা,কেন আমার মত চিন্তা করেনা?আমি তো আমার চিন্তাধারায় কোন ভুল দেখিনা। মানুষ কেন খামোকাই আমাকে ভুল বুঝে।

বলনা পাখি,আমার লক্ষী পাখি,আমার চশমা পড়া ভালবাসা। নামহীন অজানা এক কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পাশবিক রাগে আমার কলিজা ছটফট করছে। ইচ্ছা করছে একটা রাইফেল নিয়ে বেরিয়ে পড়ি। আর থাকা যায় না।

উফ এত কষ্ট সহ্য করাতে পারছিনা। জান আমি রাতে কিছু খাইনি,সকালেও না। কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি খেয়েছি কিনা। একসাথে থাকছি হাসছি কাদছি তারপরেও আমাদের এই মধুর সম্পর্ক। আমরা কেন এত স্বার্থপর? রাত তিনটার দিকে আমার মাথায় যন্ত্রনা শুরু হল।

স্লীপিং পিল খেলাম। ঘুম এলোনা। মাথা ব্যাথাও কমলোনা। পাখি তুমি যদি আমার পাশে থাকতে তো আমার মাথায় হাত বুলিয়ে দিতে না?জান তোমার নরম হাতের ছোয়া পেলে আমার মাথাব্যাথা বাপবাপ করে পালাত। কিন্তু তোমার নরম হাতের ছোয়া পাই না,মাথাব্যাথাও ছাড়েনা।

বাড়তে থাকে,উন্মাদ করে দেয়। নাগরিক জীবনের শত ব্যর্থতা আমাকে কাদায়,নিষ্ঠুর প্রবঞ্চনা আমাকে আশাহত করে। কাছের মানুষের প্রতারনা আমাকে ভেংগে চুরে খান খান করে দেয়। জীবনের প্রতি ঘৃনা হয়,বেচে থাকার গান ভাল লাগেনা। মৃত্যু সংগীত শুনতে চাই।

কিন্তু দিনের শেষে যখন তোমার মুখ আমার মনে পড়ে বিশ্বাস কর আমি সব কষ্ট ভুলে যাই। নতুন করে বাচতে ইচ্ছা হয়। সবার মত সুখে থাকতে ইচ্ছা করে। ইচ্ছা করে একজন স্বাভাবিক মানুষ হতে। মাঝে মাঝে মনে হয় তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই।

অনেক দূরে । অনেক অনেক দুরে। যেখানে এই নগরীর পাপপংকিলতা আমাদের ঘিরে রাখবেনা। মধ্যবিত্তের সংকীর্ন মানসিকতায় আমরা বাধা থাকবনা। প্রকৃতির মাঝে আমরা প্রকৃত মানুষ হব।

সেখানে ফেসবুক থাকবে না,থাকবেনা কর্পোরেট মোবাইল ফোন। দুনিয়ার সকল কর্পোরেট সমাজের আড়ালে আমরা আমাদের সমাজ গড়ে তুলব। আমরা দুজন দুজনার জন্যে বাচব,আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যে বাচব। বাচার মত বাচব। আচ্ছা ভালবাসা দিয়ে কি চাহিদা কমানো যায়? বিলাসিতা? ভোগ? আমাদের এই জীবনে বিলাসিতা থাকবেনা।

তুমি কি পারবে ভালবাসা দিয়ে এই অভাব পুরন করে নিতে? দিনশেষে রাত হয়,রাতের পরে দিন। মাস বছর যায়। আমরা আরো সভ্য হই। কালচারড হই। আধুনিকতার মোড়কে আমরা লোভী কুত্তা হতে থাকি।

কিন্তু দিন শেষে আমার হৃদয় আগের মতই কাদে। আমার অনেক কিছু আছে। আমার বাবার কল্যানে আর মেধার কল্যানে আমি অনেক কিছু পেয়েছি কিংবা পাব। কিন্তু আমি এই সব কিছুই চাই না। কিন্তু আমি যা চাই তা কেন পাইনা।

এই যে দেখ আমার মনে এত কিছু তুমি তার কিছুই জাননা। একজনের জীবনে তছনছ হয়ে যাচ্ছে,তোমার ভরসায় সে বার বার ভাংগনের মুখে থেকে ফিরে আসছে তার জীবনে তোমার এই প্রয়োজনের কথা তুমি জাননা। জানবেনা। বড় ভালবাসা কাছে টানেনা দুরেও ঠেলে দেয়। হলুদ পাখি আমার কষ্ট আমারই থাক।

তুমি ভাল থাক। সুখে থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।