আমাদের কথা খুঁজে নিন

   

গান নয়, এগুলো 'সোমরস'!!!

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

আপনার সুরে আসক্তি আছে? নাকি আসক্ত হবার ইচ্ছা আছে? "সোমরস" আদিম সেই রস যা দ্বারা আমাদের অন্চলের মানুষেরা প্রলুব্ধ হয়েছে হাজার হাজার বছর ধরে। আপনি হয়তো জানেন যে, আর্যরা যখন প্রথম উপমহাদেশে আসে তখন তাদের সঙ্গে করে নিয়ে আসা "সোমরস" পান করিয়েই আমার মন জয় করে!সেই থেকে আজ পর্যন্ত আমরা জীবনে সোমরস সন্ধান করেই যাচ্ছি! অতিরিক্ত ভাববাদী আমরা হে! এবং এটাই আমাদের গর্ব। যেই পৃথিবীতে আমি থাকবো না জানি সেই পৃথিবীর বাইরের উপাদান "ভাব"ই তো প্রকৃত আত্মা'র পছন্দ হবার কথা। ভোরে অথবা নিশিথে যখন চোখটা একটু আরষ্ট থাকে তখন অজানা-অচেনা কোন অনুভুতি'র অনুভবই মুহুর্তে জীবনের মানে বদলে দেয় আমাদের। আমরা তো হিমালয়ে সেচ্ছায় হেটে চলে যাওয়া জাতি,আমরা তো সেই জাতি যারা বাতাসকেও বিভিন্ন নাম ধরে ডাকে! আমরা তো সেই জাতি যারা সুর্য্যের আলোকেও নাম ধরে ডাকে! আমরাই তো সেই জাতি যারা আপাতদৃষ্টি'র 'জড়' এর ভেতর প্রাণ আবিষ্কার করেছে।

তাই তো আমরা জীর্ণ দেহ নিয়ে বিচলিত না,কারন আমরা তো বেঁচে থাকি আমাদের মনে!আমাদের অনুভবে,আমরা খুঁজি আরশী নগর আমরাই তো দেখি অদৃশ্য সমন! আর সোমরস তো সেই সুধা যা আমাদের 'ভাব' জাগিয়ে তুলতো। সেই সোমরস আজ আর নেই,বদলে গেছি আমরাও তবুও খুজি হারানো সোমরস ,গানে-কবিতায়-প্রকৃতিতে অথবা একা একা বয়ে যাওয়া একা কোন বিলের পাশে অথবা নিতান্তই ফ্ল্যাটের জানালা দিয়ে যেটুকু দেখা যায় সেই দৃষ্টিসীমার মাঝেই হারিয়ে যেয়ে। আমিও রসপ্রেমিক। যেখানে যেভাবে পাই চেটেপুটে খাই। আর আমার রসের অন্যতম যোগানদাতা হলো গান।

দেশী-বিদেশী,কথা বা সুর অথবা শুধুই বাজনা! একটা হলেই হল। আমি বলিউড সংস্কৃতিবিমুখ কিন্তু আমি তো বিশ্বনাগরিক তাই আমি সকলের সংস্কৃতিতে যেয়ে হানা দেই! খুঁজি তাদের আত্মা'র খোরাক,কি খেয়ে বাঁচে তাদের আত্মা। শুধু গানের কথায়ই নয় আমি সুরে ও বাজনায়ও হানা দেই কারন আমি ভীষন লোভী! আমার কাছ থেকে গোপন করে ভবসুধা পান করবে তা হতে দিব না! আমি প্রায়ই গানের লিংক দিয়ে পোস্ট দেই। অনেকের ভালও লাগে দেখি তখন আমারও খুব ভাল লাগে মনেহয় যেন আমার অনুভব স্বীকৃতি পেল! জানি অনেকেরই ইন্টারনেটের লাইন স্লো বা অন্যকোন সমস্যার কারনে সবসময় ইউটিউব থেকে গান শুনা সম্ভব হয় না, তাদের জন্য আমি দুঃখিত এবং সত্যিই দুঃখিত, আমি নিজেকে আপনাদের জায়গায় বসিয়ে ভাবি যে আমি আপনার জায়গায় হলে অনেক কষ্ট পেতাম! অনেকটা ছোট বেলার ইচ্ছা অপুর্ণ থাকার মত কষ্ট। আমি আদিম আত্মা তাই টেকনিক্যাল জ্ঞানও আমার সীমিত সেজন্যই শুধু ইউটিউবের লিংক দেই এমনকি ব্লগে যোগ করে দিতেও পারি না তাই যারা লিংকগুলো চেখে দেখতে চেয়েও পারেন না তারা আমায় মাফ করবেন।

খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কিছু অদ্ভুদ গান-সুর ও বাজনা!উঠিয়ে এনেছি নানা প্রান্ত থেকে। চেখে দেখতে পারেন ভাল লাগলেও লাগতে পারে। রাধা রমন হরি- ভারতীয় সুর http://www.youtube.com/watch?v=TV_L_bEq5NE আমেতেভি - সিচিলিয়ান ভাষার আধ্যাত্মিক http://www.youtube.com/watch?v=sjgjL7psWbM কন্সুয়েলো লুজ ( দ্যা নাইটেংগেল)- স্প্যানিশ গান,গায়িকার গলার কাজ খেয়াল করবেন । http://www.youtube.com/watch?v=sjgjL7psWbM&feature=related আত্মা- ভারতীয় মহাজাগতিক ছন্দের http://www.youtube.com/watch?v=R6Z1-xEkoqI মর্নিং সেলেব্রেশন- যেকোন সময়ে শুনার মত মিউজিক্যাল ট্র্যাক-নিজে নিজে গুনগুন করতে পারেন তালের সাথে "মনেরই আয়না,কিছু দেখা যায় না- যা পরি বুঝতে তা,মুছে ফেলা যায় না---- স্বরচিত ) http://www.youtube.com/watch?v=GKYIC2MPjO0 প্যারোলে- একটা ফ্রেন্চ অত্যাধিক রোমান্টিক গান সাথে উচ্চগ্রামের টানগুলো খেয়াল করে! http://www.youtube.com/watch?v=eZFs33Eq0-M চে গ্যেভারা- স্পানিশ। মহান সেই বিপ্লবী'র স্মৃতিতে এই গান।

সেই বিপ্লবী যাকে সি,আই,এ( পশ্চিমা অর্থনীতি) শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই বরং এই বিপ্লবীকে নিয়ে পুঁজিবাদিরা যেই পরিমান ব্যাবসা করে আসছে সেটা আলাদা একটা ইতিহাস! Click This Link গানটির এই কলি গুনগুন করে গাইলে আরো ভাল লাগবে "আকি সে কে দা লা ক্লারা, লা এন্ত্রা ন্যাব্লে ট্র্যান্সপারেন্সিয়া। দে তু কেরিদা প্রেসেন্সিয়া কমোন্দান্তে চে গ্যেভারা"। এগুলো শুনে দেখুন কেমন লাগে। দেহ আর মন দুটি ভিন্ন জিনিস। দেহের যেমন দরকার নানান খাবার ও ঔষধ তেমনই মনেরও দরকার ভাবনা এবং সোমরস! সুস্থ ও সুন্দর জীবনে গান হোক সঙ্গী।

ভাল বা খারাপ লাগলে জানাবেন তাহলে সেই অনুযায়ী আগামি'র পোস্ট তৈরী করবো। ভাল থাকুন নিজ ও আপনজনের যত্ন নিন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।