আমাদের কথা খুঁজে নিন

   

ঝড় বা বিষন্নতা সংক্রান্ত-৫

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
জ্বলে উঠে বুঝি? জ্বলুক! দেখি তুই জ্বলে পুড়ে কতোখানি নিখাকী ক্ষয়িষ্ণু হ’তে পারিস আজ। আচ্ছা তুই কেমন বল দেখি ষড়জ? আমাকে ঘুমোতে দিয়েছিস কোনোদিন? হ্যাঁ হ্যাঁ ঘুমোতে! ঘুমের কথা বলছি ঘুমের মধ্যে জেগে স্বপ্ন দেখার কথা বলছি ষড়জ, আমি তোকে শেষ... যাকগে, ও কথা থাক, তুই কি অমর নাকি এ্যাঁ? কতজনেই তো পোড়ে; আগুনে পোড়ে, প্রেমে পোড়ে, তাজা লাল টাকায় পোড়ে, খাক হয়, তুই পারিস না, তুই? শালা বেজন্মা! আমি পাগল হারামী, এ্যাঁ? ষড়জ তুই কোনদিন আমাকে ভোর রাতের আগে ঘুমোতে দিসনি, খুব ভোরে উঠে ঘাসের কাছে যেতে দিসনি, দুপুরে খাবার থালায়, বিছানায়, টেবিলে, বিকেলে নদীর ধার ঘেঁষে নৌকোর কাছে, প্রতিটা সময়ের অণুপরমাণুতে যেখানেই যাই আমি যেখানেই এক দন্ড দাঁড়াচ্ছি কেবল শালা তুই ‘ককেটি’র বাচ্চা দুই হাত তুলে ভেংচে যাস কেবল। আমি কি তোর কেনা গোলাম? মুরগীর ঠ্যাং? যে যেমনি মুখে ঠেলে দাঁত বসাই অমনি হুড়মুড়িয়ে পেটে চালান? এ্যাঁ? ষড়জ, তুই টিয়ে হয়ে যেতে পারিস না? তোকে আমি সোনার খাঁচায় রুপোর শেকলে বেঁধে রাখতাম। দেখতাম কেমন তুই সত্যি টিয়ের মতো ঠোঁট দিয়ে খোঁচা মেরে পালাবার ছিদ্রি খুঁজে না পেয়ে ধুঁকে ক্ষয় হচ্ছিস। আহ্‌! না হয় তুই কুরবানীর গাই হয়ে যা- এক পোঁচে গলা ফাক, ফিনকী দিয়ে রক্ত ঝরবে ঝরবে ঝরবে পচবে... আমি হিঃ হিঃ হাসি ছড়াবো রক্তাপ্লুত ড্রাকুলার মতো হুম্‌। আর যা যা তুই হতে পারিস, ব’লে ফেল সাততাড়াতাড়ি, আমি সুখি হই! একটু দয়া দে ষড়জ, আমি ঘুমোই... একটু, কথা দিলাম এরপর সাত রাত্তির জেগে বসে থাকবো ঠায়। তুই আমাকে ছাদে যেতে বাধা দিস আমি ছেঁদো বাতাস ভালোবাসি, আকাশ ভালোবাসি, সবুজ আইল ধরে হাঁটা ধরলেই পেছন থেকে খামচে ধরিস। ষড়জ, পরস্পর জীবন বদলেছিলাম, সে কি শুধু এই-ই? শুধু এভাবেই বাঁচিয়ে রাখবি ব’লে? কথা ছিল তোর দু’বাহু চেপে ট্যাক্সিতে বাতাস খেতে যাবো সংসদ ভবন, রপ্তানী মেলা, এ্যাঁ? হোটেলে হাত ধরে টুইস্ট নাচবো, ছেনাল ছন্দে হেসে উঠবি তুই খুব! তারপর ঘরে এসে বাকীটুকু মুখোমুখি বসে কবিতা পড়া, মায় মৈথুন, তাই না? এই বিশেষ কথাগুলো তোকে আবার স্তোত্রের মতো কতবার আওড়ে যাব, বল? তুই খুন হবি মধ্য রাতে, হ্যাঁ! আমাকে মৃ্ত্যুর দিকে ঠেলে দিস যদি, তোর সহমরণ কে ঠেকাবে তবে? ষড়জ, গতকাল খুব ঝড় গেল আজ সব ঝক্‌ঝকে পথ আগামী কাল আসিস, ক’দিন দেখিনি তোকে উন্মাদ! *ককেটি = Coquette
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।