সম্মানিত পাঠকবৃন্দ, আমার সালাম নিবেন। ব্লগ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আমি অনেক শিখেছি। তাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা করেছি। যেসব লেখা আমার নয় সেসব লেখার যথাযথ সোর্স উল্লেখ করা হয়েছে।
যারা অনলাইনে ভিডিও খুজেন তারা you tube এর নাম অবশ্যই শুনে থাকবেন।
ভিডিও শেয়ারিং এর জন্য you tube খুবই জনপ্রিয় একটি website.প্রতিদিন ৬৫০০০ নতুন video You tube এ আপলোড হয় এবং প্রায় ৭ লক্ষ ভিজিটর প্রতিদিন এসব ভিডিও ব্রাউজ করে থাকে। তবে ভিডিও ডাউনলোডের অপশন না থাকায় অনেকেই এইসব ভিডিও ডাউনলোড করতে পারে না। যাই হোক অনেকেই you tube থেকে কিভাবে video download করতে হয় তা জানার জন্য অনেকেই হন্য হয়ে খুজে বেড়ান।
You tube থেকে কয়েকভাবে ভিডিও ডাউনলোড করা যায়। তার মধ্যে তিনটি পদ্ধতী নিয়ে আলোচনা করব।
বিস্তারিত জানার জন্যএখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।