আমাদের কথা খুঁজে নিন

   

এই রাজপথে, মানবসেবার শিশুটি জন্মালো না

-------- শাফিক আফতাব----------- রাজপথ আবার উত্তাল হয়ে উঠছে ; সর্বত্র আতঙ্ক, ভাংচুর, আগুণ আর পাখি শিকারের মতো মানুষের প্রাণবধ। জেসিকা আবার ভালোবাসার বায়না ধরেছে, এই যে বলছি দেশের অবস্থা ভালো না, ভালোবাসা কিছুদিন বন্ধ থাক, কিংবা হরতাল বা ধর্মঘটে চলুক কিছুদিন, ‘ও’ ভালোবাসবেই, কাছে ডাকবেই ; এদেশে এখন কোনো কিছুরই নিরাপত্তা নেই, রাত্রে শুয়ে থাকবেন, দেখবেন ; আপনার শয়নকক্ষে আগুণ লেগেছে। গাড়ীতে অফিসে যাবেন ; দেখবেন কোথা থেকে চোরাগোপ্তা হামলায় বোম ফুটছে কিংবা ককটেল ; কিংবা বন্দুকে নল দিয়ে বেরিয়ে আসছে অতর্কিত গুলি : অথচ আমাদের দেশের বাজনৈতিক দলগুলোর মানবসেবাই তাদের শ্লোগাণ, সেই রাজনীতি আজ জনদুর্ভোগের অপর নাম ; পরস্পর আক্রোশে আবির্ভূত। জেসিকা পেখম মেলছে ; এই বসন্তে নাকি সে যাবেই পৃথিবীর নির্জন দ্বীপের দেশ, সেখান থেকে তুলে আনবে একটি মানবশিশুর ভ্রুণ, তাকে নাকি দেবে এই দেশের ভার, মানবসেবার গুরুদায়িত্ব। আমি বলি কি, তোমার সন্তানটিও সুবিধাবাদী হবে, তারচে বরং আমরা বন্ধ্যা থেকে যাই ; কেনো না উত্তরাধিকারের জন্য নিরাপদ আবাসন আমরা কোথায় পাবো এই যে জ্বালাও পোড়া, বধ করো.............র রাজনীতি। এভাবে আর কতদিন? জেসিকাকে বললাম : উত্তাল রাজপথে তোমার সাথে আর দেখা হবেনা কোনোদিন আমার ; কেনো না তুমি সন্তান জন্মাতে চাও, ঘর বানাতে চাও যা সহিংসতায় পুড়ে ছারখার হয় জেসিকার সাথে আমার বিচ্ছেদ হলো, সাধের মধুরমিলনের ঘটনাটি আর সংঘটিত হলোনা মানবসেবার শিশুটিও জন্মালো না ............... ০৬.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।