আমাদের কথা খুঁজে নিন

   

এক কাপ চা ও আমিনীদের কবলে আমাদের নারীরা!!



এক কাপ চা ও আমিনীদের কবলে আমাদের নারীরা!! শিরোনাম পড়ে হয়তো ভাবতে পারেন আমিনী বা তার অনুসারীরা হরতালে কোন নারীর বস্ত্র হরণ বা নারী নেত্রীদের মিছিলে ধাওয়া করেছেন! নাহ এমন কোন ঘটনা না, তবে কাছাকাছি। আজ হরতাল মূলত নারীনীতিকে কেন্দ্র করে। সম-অধিকারের ব্যপারে দ্বি-মত আছে আমিনীদের। নারীরা হয়তো চাইছিলেন এ নীতি বাস্তবায়ন হোক তাই আজকের হরতাল তাদের ভালো লাগেনি। আমিনীরা যে বাস করে আমাদের রন্ধে রন্ধে তা টের পেলাম, আজ আমদের অফিসে মাত্র তিন জন নারী কাজ করেন। তাদের ১ জন স্ট্যান্ড রিলিজ, আর দু'জন পেয়েছেন শোকজ। কারনটা নিশ্চই জানাতে ইচ্ছে করে, কারন হলো তারা ৩ জন এক সাথে অফিসের নিচের টং দোকানে চা খেতে গিয়েছিলেন! সেলুকাস!! অপরাধটা কি খুব বেশি করেছেন তা কিন্তু না। ওনাদের যুক্তি আমাদের অফিসের ছেলে গুলোতো একসাথে বের হয়ে টং দোকানে চা, সিগারেট খায় তাই আজ আমরাও খেতে গিয়েছিলাম! আমরা খেলেই দোষ! সম-অধিকার!যে দেশের রন্ধে রন্ধে আমীনেদের বাস সেখানে নারীনীতির বিরুদ্ধে হরতাল হবে এটাই স্বাভাবিক!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।