আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল গরীবের ছেলেরা আমিনীদের হাতের পুতুল হয়ে থাকবে?



আজকে হরতালে যেসকল ১৬, ১৭, ১৮, ১৯ বছর বয়সী কিশোর-তরুনরা লাঠি হাতে প্রতিহিংসা দেখালো আর পুলিশের মার খেল, তাদের মধ্যে জামাতে ইসলামী বা ইসলামী ঐক্যজোটের নেতাদের সন্তান/আত্মীয় কয়জন রয়েছে? রাজনৈতিক উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে গরীবের সন্তান কওমী মাদ্রাসা ছাত্রদের আর কতকাল ব্যবহার করা হবে? কওমী মাদ্রাসায় ধনী পরিবারের সন্তান নেই বললেই চলে। দরিদ্র পরিবার গুলো তাদের সন্তানদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে না পেরে তুলে দেয় এইসব জঙ্গি তৈরীর কারখানায়। যারা ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করে তারা কি পারে না, দরিদ্র পরিবারের শিশু গুলোকে একুশ শতকের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে কওমী মাদ্রাসার আদলে বিনাখরচে আবাসিক সুবিধা সম্পন্ন বিদ্যালয় গড়ে তুলতে? এখনো দেশের বেশিরভাগ এতিম-অসহায় শিশুদের স্থান হয় কওমী মাদ্রাসাগুলোতে, যার পাঠ্যক্রমের ওপর সমাজের কোন নিয়ন্ত্রণই নেই। সাধারণ শিক্ষার স্কুল/মাদ্রাসাগুলোতে আবাসিক ব্যবস্থা করতে পারলে তারুন্যের এই অপচয় অনেকটাই কমতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।