আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে সরকার হায় রে বিরোধীদল. হায়রে..।

কোন পাগলে বলবে আমরা ভালো আছি ? যে বলবে সে যত খুশীই হোক দিন দিন তার পায়ের নীচের মাটি যে সরে যাচ্ছে তা দিবালোকের মত স্পষ্ট। বিরোধীদল এর এখন একটাই অস্ত্র হরতাল। সরকার কেন বিরোধীদের হরতাল ডাকার সুযোগ করে দেয়। নিজের দলের লোকদের মিছিল মিটিং এ নিরাপত্তা দেয়া আর বিরোধীদের ওপর গুলী-টিয়ার গ্যাস মেরে কি লাভ হচ্ছে। ভাংচুর -জ্বালাও পোড়াও এ বদনাম কার ? সরকার না বিরোধী দলের ? হাসিনা - খালেদার বিকল্প হতে পারতো গণজাগরণ মঞ্চ। কিন্তু অযথা নানা বিতর্ক তুলে এবং বেশী মাতাব্বরী করতে গিয়ে প্রজন্ম চত্ত্বর এখন চরম বিতর্কিত হয়ে সবার আশা নস্ট করে দিল। হায় রে সরকার হায় রে বিরোধীদল. হায়রে গণজাগরণ মঞ্চ >>> কারও কাছে কোন আশা নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।