http://rmpalash.blogspot.com/
কি করে আমি বলি এই মোটা চশমা পড়া আতেল মেয়েটাকেই আমি এত ভালবাসি???(১ম পত্র)
সকাল থেকে ক্লাস চলতে চলতে বেলা একটায় শেষ হল। ব্যাগখানা পিছনে ঝুলিয়ে বেরিয়ে এলাম ক্লাস থেকে। লিফটের সামনে বিশাল ভীড়। সিড়ি বেয়ে চলে এলাম নীচ তলায়।
সাড়ি সাড়ি গাড়ি।
সাদা গাড়ি,কালো গাড়ি আবার লাল গাড়ি।
তার মাঝে আমার হলুদ প্যাশন মোটর সাইকেলটা দাঁড়িয়ে আছে। চাবি বের করে স্টার্ট দিলাম। তারপরে উলটো দিকে যাত্রা।
আমার হলুদ পাখি এখনো নিচে আসেনি।
নিচে নামবে। রিক্সা খুজবে। ভাড়া নিয়ে ঝামেলা হবে,তারপরে যাওয়া। সে অনেক সময়ের ব্যাপার। সেই ফাকে কেমিকেল ডিপার্ট্মেন্টের দিকে ঘুরে আসা যায়।
মেশিন ল্যাবের সামনে জাহিদের সাথে দেখা।
-এই,এই রাসেল। এই থামা,থামা।
অগত্যা ব্রেক করে দাড়াতে হল।
-এই তুই কই যাস?
-কোথাও যাইনা।
-তোর টিউশনি আছেনা?
-আছে।
-আমিও তো ঐ দিকে যাব। আমাকে নিয়ে যা।
-আমি এখন যাবোনা,পরে।
কথা না বাড়িয়ে চলে এলাম।
সোজা শহীদ মিনারের সামনে।
হলুদ পাখি আমার হলুদিয়া পাখি।
-এই মামা যাবেন?মালিবাগ?
-৫০ টাকা দিতে অইব আপা।
-৩০ টাকায় যাবেননা?
-না আপা যামুনা।
--এই মামা মালিবাগ যাবেন
-না
আমার হলুদ পাখি রিক্সা পাচ্ছেনা।
এই সময়ে এত ছাত্রছাত্রী। আমার হলুদ পাখি,আমার বোকা পাখি কিভাবে রিক্সা পাবে সে?
-এই নায়ীরা কি খবর?
-এই তো ভাল।
-পরীক্ষা কেমন হল?
-ভালনা।
-সব দিতে পারনি?
-দিয়েছি তো, তবে মনে হচ্ছে একটা অংক হবে না।
-বাসায় যাচ্ছ?
-এই তো
-আমিও তো ঐদিকে টিউশনিতে যাচ্ছি,তুমি ইচ্ছা করলে আমার বাইকে যেতে পার।
-আরে না। তুমি যাও আমি রিক্সা নিয়েই যেতে পারব।
-মামা শোন। ঐখানে একটা মেয়ে দেখছ?
-হ
-ওকে তুমি মালিবাগ নিয়ে যাবে। ভাড়া নিবা ত্রিশ টাকা আর আমি তোমাকে দিব ত্রিশ টাকা।
-আইচ্ছা
-আফা কই যাইবেন?
-মালিবাগ
-আহেন ত্রিশ টাকা দিয়েন
দুই পা উঠছে নামছে,ঘুরছে চাকা। আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে রিক্সা,চলে যাচ্ছে আমার হলুদ পাখি,আমার চশমা পড়া ভালবাসা।
পিছনে পড়ে আছি আমি আর আমার প্রত্যাখাত হলুদ প্যাশন ।
***
যাকে ভালবাস তাকে ছেড়ে দাও
সে যদি ফিরে আসে তবে সে তোমার
আর যদি সে ফিরে না আসে
তবে সে কখনোই তোমার ছিলনা।
***
ফিরে আসো পাখি,প্লীজ ফিরে আসো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।