আমাদের কথা খুঁজে নিন

   

মা! তুমি অতুলনীয়।

স্বপ্নযাত্রা

আজ ৩রা এপ্রিল,বিশ্ব মা দিবস। মা! আহ্‌!নামটা শুনলেই মনটা প্রশান্তিতে ভরে যায়। মনে হয় কোনো অমৃত্ পান করলাম। এই পৃথিবীতে মা ডাকের চাইতে মধুর আর কোনো ডাক আছে বলে আমার মনে হয় না। আমার মন যখনি একটু খারাপ বা অবসাদ গ্রস্থ হয় তখনি আমি আমার মায়ের মায়া ভরা মলিন চেহারাটার ছাপ একবার স্বরণ করে নেই।

তাতেই আমার মনের যত ক্লান্তি, অবসাদ দূর হয়ে যায়। আমার মায়ের চেহারাটা এতটাই মায়া ভরা যে, তার সামনে আমার পৃথিবীর সব ভীষণ্ণতা দূরীভুত হয়ে যায়। কিন্তু আমি আমার মাকে তার প্রাপ্যটা দিতে পারিনি। তার বদলে তাকে কত জানা-অজানা,বুঝে না বুঝে কষ্ট দিয়েছি। মা! কতো কষ্টই না পেয়ে আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছো, খেতে পারতাম না খাইয়ে দিয়েছো।

আমার বেড়ে ওঠার জন্য যেভাবে লালন পালন করা দরকার, তুমি তা বিন্দু বিন্দু ভাবে পূরণ করেছো। মা! আজকে আমি একজন যেরকমই প্রতিষ্ঠিত মানুষ হয়ই না কেন, সবই মা তোমার অবদান। ধন্যবাদ জানাই মহান স্রষ্ঠাকে, যিনি এমন একজন সহজ সরল কোমল-মতি মা আমাকে দিয়েছেন। আজ এই বিশ্ব মা দিবসে মাকে আমার শ্রদ্ধা ভরা সালাম জানাই। মা ,তোমাকে একদিন এই পৃথিবীতে গৌরবিত করবোই করবো।

ধন্য আমি মা, তোমার মতো মায়ের সন্তান হতে পেরে। মা! শেষে একটাই কথা বলতে চাই, তোমার তুলনা হয় না মা,তুমি অতুলনীয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।