আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন পাবনার সাঁথিয়ার মনিবালা। মনিবালার বর্তমান বয়স (১০৫) বছর। বয়সের ভারে একবারে ন্যুয়ে পড়েছেন মনিবালা। লাঠির ওপর ভর করে কোনোমতে চলাফেরা করেন। নিজের থাকার জায়গা নেই।
থাকেন উপজেলার নন্দনপুর গ্রামের দাসপাড়া ইছামতি নদীর ডাইকের ওপর নির্মিত একটি কুঁড়ে ঘরে।
জানা যায়, মনিবালার স্বামী চুনু লাল দাসকে ‘৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকসেনারা পরপর ৭টি গুলি করে নিজ বাড়িতে হত্যা করে। তখন থেকেই শুরু হয় তার কষ্টের জীবন। বর্তমান দুই ছেলে দিনমজুর, তাদের সংসার চলে কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তাই বেশিরভাগ সময় অবুক্ত থাকতে হয় মনিবালাকে।
বিধবা হওয়ার পর থেকে গতর খাটিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন মনিবালা। এখন শরীরে কোনো বল নেই, কোনো কাজ করতে পারেন না। এছাড়া নানা ধরনের অসুখ-বিসুখে শরীরটা হয়েছে জীর্ণশীর্ণ যবুথবু। এলাকার চেয়ারম্যান-মেম্বারদের কাছে ধরনা দিয়েও ভাগ্যে জোটেনি সরকার প্রদত্ত বয়স্ক ভাতার কার্ড। তাই শতোর্ধ্ব বৃদ্ধা মনিবালার প্রশ্ন আর কত বয়স হলে পাওয়া যাবে একটি বয়স্কভাতার কার্ড?
*
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।