আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাচ্ছি

ভিন্য চোখে অন্য আলো

চলে যাচ্ছি,চলে যাচ্ছি দূরে। দূর থেকে দূরে, আরো বহু দূরে, তেপান্তর ছেরে আরো দূরে। সীমানা হীন গন্তব্যের পথে। যে পথ থেকে এলাম, সে ধরে। সামান্য কদিনের যাযাবর ছিলাম।

তাই ফেলে দিলাম মায়া, ফেলে দিলাম ঘর,ফেলে দিলাম বাড়ি, ফেলে দিলাম সাজানো বাগান। ফেলে দিলাম তোমার মায়ার ফুলঝুড়ি। ফেরাবার চেষ্টা করনা, লাভ নেই। আমি সেই , সেই জন, সেই শুন্য। আজ নাহয় কাল যেতেই হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।