যেখানে থাকি সেখানে গ্রামীনফোন ইন্টারনেট ছাড়া কোন উপায় নেই, যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই। খালাতো ভাই বাংলালায়নের সংযোগ ব্যবহার করে, বেশ ভালো গ্রামীন ফোনের চেয়ে। ওর কথা শুনে গ্রামীন ফোনের মডেম নেয় সাথে একতা সিম। একতা সিমের সুবিধা হলো অন্যান্য সিমের চেয়ে এতে খরচ কিছুটা কম হয়।(এক জিবি এর ক্ষেএে) কিন্তু কয়েক দিন থেকে গ্রামীনফোন থেকে ক্ষুদে বার্তা আসতেছে যে, আপনার টাকা শেষ হলে ৩৪৫ টাকা লাগবে পি ৬ ব্যবহারের জন্য, এমনিতে লাইনে যে সমস্যা ১ ঘন্টায় ৩ বার লাইন ড্রপ করে আর গতির কথা নাই বা বললাম। এতে আবার বিল বাড়তেছে, বড্রব্যাণ্ড ইন্টানেটে যেখানে সবাই বিল কমাচ্ছে সেখানে গ্রামীনফোন আমাদের জিম্মি করে বিল বাড়াচ্ছে। আমাদের তো আর উপায় নেই যে আমরা বড্রব্যাণ্ড ইন্টারনেট ব্যবহার করবো। তাই গ্রামীনফোন না মরণ ফোন ব্যবহার করতে হবে...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।