আমাদের কথা খুঁজে নিন

   

হে তুমি, তোমাকে ঢেকেই ফেলি



তুমি ছিলে দূরে। মুখে অপ্রচলিত হাসি, 'না' এর আধিক্যমাখা ঠোঁট, চোখ; প্রিয়তম ডাক অস্বীকারকারী। "এই তুমি, তোমাকে গ্রহণ করি।" তুমি ছিলে দূরে। ছিঁপিময় বোতল, মাতালের মহিমা, সরব-সরল মাতলামি- কিছুটা গোঙ্গায়, কিছুটা কান্নায়। "ওই তুমি, একটু ভালো তো বাসি।" তুমি ছিলে দূরে। হিজিবিজি কিসব, মরণ, জীবনের উত্তর-দক্ষিণ; ঘোরে লাটিম, ঘোরে তুমি, তোমার প্রতিমা ঘোরে শশীরানী, ঈশ্বরী! "হে তুমি, তোমাকে ঢেকেই ফেলি।" তবু তুমি ছিলে দূরে। কলোনী:৩ ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।