আমাদের কথা খুঁজে নিন

   

আজ দুইজনে আমাকে এপ্রিলফুল বানাইছে (আপনাকে কয়জন?? )

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

যাকে বলে যাইনা শুইনা ধরা খাওয়া। বেশি ভাল হইতে গিয়ে ধরা খাওয়া আর কি!! ১) বাংলাদেশের কোন একজন মানুষ। ফেসবুকে কথার এক ফাকে বলে, আপনার প্রপিক এ হাতে ওটা কি। আমি বললাম, হাতে গ্লাস, কোকাকোলার গ্লাস।

সে বলে নাতো, দেখে অন্যকিছু মনেহচ্ছে। আমি বললাম কি মনে হচ্ছে। সে বলে, আপনিই বলুন কি মনে হচ্ছে? আমি ভাল করে ছবি লক্ষকরে দেখলাম, আসলেই গ্লাসটা বেশি স্পষ্ট নয় যে ওটা কিসের গ্লাস। কাজেই যে কেও অন্যকিছু ভাবতই পারে। (মদ টদ ভাবতে পারে, বিদেশে থাকি) তাই অন্যকিছু ভেবে ভুলবুঝার আগেই তাকে বুঝাইতে চেষ্টা করতে লাগলাম যে, এটা আসলে কোকাকোলারই গ্লাস।

তখন তাকে আরো একটি ছবি আপলোড করে ভুল ভাংগানোর চেষ্টা করলাম, যেই ছবিতে গ্লাসের কোকাকোলা স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন সে বলে, আপনি যে কোক পান করছেন সেটা তো আপনার আগের ছবি থেকেই বুঝা যায়। আমি বললাম তাহলে এতক্ষন আমাকে কি বলতে চেয়েছিলে? বলে এপ্রিলফুল বুঝাতে চেয়েছিলা। ২) আরোএকজন মানুষ। ইউরুপ ট্যুরে গিয়েছে।

গতপরশু কথা হয়েছে জার্মানি আছে। ২তারিখ লন্ডন ফিরে আসবে। একটু আগে এফবিতে দেখা। বললাম কি অবস্থা? বলল, ভাল না। বললাম কি সমস্যা।

বলল এফবিতে বলা যাবে না, তুমি একটু কল কর কথা আছে। বিপদের সময় কল করতে বললে না করাটা পুরুষত্বের জন্য কলন্কময় ভেবে বললাম, ওকে নম্বর দাও। সে ইউকের নম্বর দিল। আমি ভাবলাম হয়ত আজই চলে এসেছে। আমি কল করলাম।

রিং হয় ধরে না। আবার বিজি। ১বার ২বার, ৫বার ১০বার। এই সমস্যা সেই সমস্যা। তাকে এফবিতে লিখলাম ফোন ধরনা কেন? কোন রিপ্লে নাই।

মেজাজ গড়ম হয়ে, আবার, ফোন ধরনা আবার কল করতে বল ক্যান? নো রিপলে!! ৫মিনিট, ১০মিনিট, ২০ , ৩০ মিনিট পরে বলে আমি কাল লন্ডন আসছি। আমি বললাম তাহলে তুমি আমাকে ঐ নম্বর দিলা ক্যা? বলল, এপ্রিল ফুল। কি আর বলমু? কিছু মানুষকে বেশি ধমকাইতে নাই। আরো বেশি সমস্যায় পরতে হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।