আমাদের কথা খুঁজে নিন

   

শচীন-মুরলির জন্য দুফোটা চোখের জল



প্রিয় শচীন-মুরলি,কাল আপনাদের বিশ্বকাপে শেষ ম্যাচ। জানি না কে চ্যাম্পিয়ন হবে-ভারত না লংকা ? আমরা জানি আমাদের প্রজন্মের নায়কদের একজন আজ চ্যাম্পিয়ন ,আমাদের দুঃখ আজ একজন চ্যাম্পিয়ন পরাজিত। আসল চ্যাম্পিয়ন তো আপনারা দুজন। ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের দুজন মহান দার্শনিক দীর্ঘ ২০ বছর ধরে যে গ্রেটনেস দেখিয়ে এলেন তার শেষটা দেখার চাতক অপেক্ষায় রইলাম। শচীন বা মুরলিকে আমি কখনই শুধু ক্রিকেটার হিসেবে দেখি না।

লারা আমার অলটাইম হিরো,কিন্তু যতই দিন যাচ্ছে আমি ততই শচীনের ফ্যান হয়ে যাচ্ছি। শচীনের বয়স কি তবে কোহলি,রায়না,গম্ভীরদের চেয়েও কম?কী ধারাবাহিকতা, কী অবিশ্বাস্য ব্যাটিং। কী আত্মনিবেদন। শচীন বার...বার প্রমান করেছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আজহার-জাদেজার পাপ কখনও ওকে স্পর্শ করেনি।

কিছু লোক কী করে ভুলে যায় এই লোকটা ১০০ কোটি লোকের প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামে। কী করে তারা বলে শচীন সেঞ্চুরী করলে ভারত হারে? ও শুধু ক্রিকেট না, সব ক্ষেত্রের মানুষের কাছে আদর্শ হয়ে থাকবে-প্রতিভা ও আত্মনিবেদনের উজ্বল নিদর্শন হিসেবে। আমি নিশ্চিত ও যদি ২০১৯ বিশ্বকাপও খেলে কমপক্ষে ৫০০ রান করবে। আমাদের বয়স শুরু হয় ০ থেকে,গ্রেটদের শুরু হয় মাইনাস থেকে। প্রিয় মুরলি মানুষ সারা জীবন রিস্ট স্পিনকে শিল্পের মর্যাদা দিয়ে এসেছে, অফস্পিন তো রক্ষনাত্মক বোলিং।

সাকলায়েনের হাত দিয়ে যে দুসরা বের হয় সেটাকে আপনি নিয়ে যান শিল্পের পর্যায়ে। প্রথম ৩৩ টেস্টে মাত্র ১০০ উইকেট। কী সাধারন বোলিং আপনার। সেই আপনি আজ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোলার। আপনার পিছনে হয়ত ১০০ কোটি লোকের চাপ নেই।

কিন্তু চাপ কী আপনারও কম কিছু ছিল। বল ঘুরাতে যতটা না পারংগম, তার চেয়ে বেশি ভ্রু গুরাতে- বিষেন সিং বেদী। কী ভীষন বিভীষন বিষেন। আরও ছিলেন সাদা চামড়ার হেয়াররা। আপনি হারেন নি।

গ্রেটরা কী কখনও হারেন? আপনি মুখে কিছু বলেন নি। গ্রেটরা কী কখনও মুখে কিছু বলেন? আপনার শেষ টেস্টে ৮০০ উইকেট হতে ৮ উইকেট লাগে। ব্র্যাডম্যানের লাগত ৪ রান। কী আশ্চর্য ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪, আপনার উইকেট ৮০০। মুরলি ম্যাকগ্রাকে ছুতে কয়টা উইকেট লাগবে আর ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।