আমাদের কথা খুঁজে নিন

   

আহত হৃদয়ের আর্তনাদ ।

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
নির্জনতায় বসে আনমনা ভাবনায় ব্যস্ত মন । দিনের পর দিন রাতের পর রাত। কিছু দীর্ঘ সময় কিছু অল্প সময়। দীর্ঘশ্বাসের ভারে নুয়ে পড়া জীবন। বার বার অগনিত স্মৃতির ব্যবচ্ছেদে, মগ্নতার আবেশে জড়ানো মন।

গতিহারা আজ সময়ের স্রোত, যেন থমকে দাঁড়িয়েছে জীবনমান। নিরবে নিশ্চুপে নিজের সাথে কথা বলা । নিশব্দ নিশ্চল আমার আত্মা , আমার হ্নদয় যেন অন্ধকারে কম্পিত একটা নরম শব্দ , আমাকে অভিবাদন জানিয়ে যাচ্ছে। আমি মিশে যাচ্ছি শব্দ , ঘ্রান আর অতল স্পর্শ । সময়ের ভাঁজে ধারণ করা স্বপ্ন , যেথায় শুধু তুমি আর আমি ।

অফুরন্ত আন্দের মুহূর্তে , অন্তরে লুকানো বাসনাসম, বিলায়েছি অকাতরে দুজনার মন্তরে । বিরহী নয়ন গহীনে আজ , বিরহ জলের ঢেউ । আশাহত ডানা ভাঙ্গা পাখির মতো , আহত বিবাগী হৃদয় আমার আজ মন খারাপের দিন , হৃদয় গহীনে বাজে কষ্টের বাদন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।