মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমানের জীবনী
এটিএন বাংলার ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই এর প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান সম্পর্কে জানতে হবে।
সম্ভ্রান্ত ব্যবসায়ীক পরিবারে জন্ম তার। তার বাবা দিনাজপুরের প্রথম ফিলিং স্টেশনের মালিক। ৭ ভাই ১ বোনের মধ্যে মাহফুজুর রহমান ছিলো ৬ নাম্বারে। তার পরিবারের কেউ চাকুরী করে না, তারা সবাই ব্যবসায়ী।
বাল্যকালে তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। ১৯৭১ সালে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গার্মেন্টস ব্যবসা দিয়ে তার পথচলা। বেশ কয়েকবার পদকও পেয়েছেন ।
বিয়ে করেছেন ৩৩ বছর আগে, ১৯৭৮ সালে।
(প্রথম বিয়ে মনে হয়। সে বউ কই ? ) ইভা রহমান নিশ্চয় তার ২য় বউ। ইভা রহমানকে কবে বিয়ে করেছেন, সেটা লিখা নাই।
ইভা রহমান সম্পর্কে তার জীবনীতে কিছু লিখা নাই। যেই লোকটার চ্যানেলে সারাদিন ইভা ইভা করে, সেই লোকের জীবনীতে ইভার নাম নাই, এটা কেমন কথা?
আফসুস।
আমরা এই মহীয়সী রমণী ইভা রহমানের জীবনীও জানতে চাই।
মাহফুজুর রহমানের উত্থানের পিছনে ইভা রহমানের ভূমিকা জানতে চাই।
ইংরেজিতে আরো বিস্তারিত আছে, চাইলে দেখতে পারেন। আমার তরজমা জ্ঞান তেমন ভালো না, ভুলক্রটি মাফ করবেন।
Click this link...
সবশেষে একটা বাণী শুনেন।
"বাংলাদেশে এটিএন বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেলের পথ প্রদশর্ক। এটিএন বাংলা জন্ম থেকেই দশর্কদের মন জয় করতে যা করার তাই করছে(ইভা রহমানের গান শুনাচ্ছে), আগামীতেও দশর্কদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেবে। " - ড. মাহফুজুর রহমান
যারা যারা বলে মাহফুজুর রহমানের ড. ভুয়া, তাদের জন্য নিচের ফডুক খানা।
সাথে কি লিখা আছে দেখেন।
ATN Bangla Chairman Mahfuzur Rahman receiving honourary Doctorate of Law in London.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।