স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.
রাত ১ টা বেজে ৫০ মিনিট
আচ্ছা জানো কি ..এইযে..তোমাকেই বলছি...বলতে পারো..ঘুম আসতেছে না কেনোওওওও?? ঘুমাতে ইচ্ছা করছে ..কিন্তু পারছি না ...চোখ যেনো বন্ধই হচ্ছে না...আচ্ছ কাকে কি বলছি..তুমি নিশ্চই এখন নাক ডাকছ গভীর ঘুমের ঘরে?
হিহিহিহ..আমি ঠিক জানি...তুমি এই কাজ টা করো..না না করে লাভ নেই
একটা গান শুনছি..
ঘুমাও তুমি.. ঘুমাও ..উমম ..উমম...জান..ঘুমাও আমার কোলে..ভালোবাশার নাও ভাসাবো..ভালোবাশি বলে..
ইশশ দেখ কি রোমান্টিক একটা গান..শুনে নিজের ই খুব হাসি পেলো...
এই গান টার দুইটা ভারশন শুনলাম..একটা মেয়ে গেয়েছে..আর একটা গেয়েছে একটা ছেলে.. ছেলেটার গান শুনে মনে হচ্ছিলো..ও একজনকে আদেশ দিচ্ছে.."ঘুমাও..তুমি এখুনি ঘুমাও" এই গান শুনলে তো ভয় পেয়েই ঘুমাতে চলে যাবে সবাই..
কিন্তু ফাহমিদা নবী গানটা দারুন গেয়েছেন..
Click This Link
এখন মনে হয় ঘুমানো উচিত..মন তুমি এমন কেনো করো?? চল আমরা ঘুমের দেশে যাই..একসাথে..নাচতে নাচতে..হাসতে হাসতে..সুন্দর করে একটা স্বপ্ন দেখি..কি মজা হবে তাই না??
স্বপ্ন দেখতে খুব মজা লাগে..আর সেই জন্যই মনে হয় প্রতি রাতে মনকে বলি..আজ তোমার সুন্দর একটা একটা স্বপ্ন দেখতে হবে.. হবে। হব. হবেই..
আর তার পর ই মন আমার কথা শোনে..
আজকে এপ্রিল মাসের প্রথম দিন। সবাই এই দিনে নাকি সবাই কে বোকা বানায়। আমার কেনো জানো ভালো লাগে না..কি দরকার এই দিনে শুধু শুধু বোকা বানানো মানুষ গুলোকে? কিন্তু তারপর ও ইচ্ছা করছিলো আজকে একজন কে বোকা বানাই...
আরেকটা ফ্রেন্ড রিকয়েস্ট পেলাম ঠিক এখুনি ফেইসবুকে..এই রিকয়েস্ট গুলা আমার জমা করে রাখতে খুব মজা লাগে.. অনেক দিন পর্যন্ত রেখে দিই..যাকে যাকে পরিচিত মনে হবে তাদের পরে add করবো। একটা একটা করে নাম্বার গুলো বারতে থাকে আর আমার দেখতে মজা লাগে..একবার ৮০ পর্যন্ত জমা করেছিলাম..কিন্তু কোনো এক কারোনে আমাকে হারাতে হলো সেগুলো..জানো এতো মন খারাপ হয়েছিলো ..আর বোলো না..এখন আবার নতুন করে ২৭ টা হয়েছে..
উমম আর কি যেন বলতে চেয়েছিলাম..ধুর ভুলে গেলাম. আচ্ছ দেখছো বললাম একটু আগে এখন ঘুমাতে যাওয়া উচিত ..কিন্তু এখনো বক বক করে যাচ্ছি!! আমার যে কি হবে!! আর তুমিও কিছু বলছো না! পচা!
আচ্ছ যাই তবে? ভালো থেকো কিন্তু..একটু ও দুষ্টমি করো না..করলে কিন্তু আমি ঠিক ই জানবো.. আর তখন বুঝবে মজা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।