কি বলব
গান্ধীজী
ভারতের অবিসাংবাধিত নেতা এবং ভারতের জাতির পিতা মহাত্না গান্ধীকে পুটু মেরে দিলেন পুলিৎজার প্রাইজ উইনার এবং নিউইয়র্ক টাইমস পত্রিকার এক্স এডিটর জোসেফ লেলিভেল্ড। তিনি তার "Great Soul: Mahatma Gandhi and his struggle with India" নামক বইয়ের একটি স্থানে মহাত্না গান্ধীকে বাইসেক্সুয়াল হিসেবে আখ্যায়িত করেছেন।
আর এতে ক্ষেপেছে পুরো ভারত। ক্ষেপে উঠায় স্বাভাবিক। হাজার হলেও জাতির পিতা বলে কথা।
তার উপর এত বড় অপবাদ। ইতিমধ্য ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, গান্ধীকে বাইসেক্সুয়াল হিসেবে আখ্যায়িত করে গান্ধীকে যতটুকু হীন করা হয়েছে তার থেকে বেশী হীন করা হয়েছে ভারতকে। তাই কেন্দ্রীয় সরকার ভারতে বইটি নিষিদ্ধ করার কথা ভাবছে। এমন অসত্য বক্তব্য মেনে নেয়া যায়না। "
সে মোতাবেক মহারাষ্ট্র এবং গুজরাটে বইটি ইতিমধ্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে।
গুজরাট চিপ মিনিস্টার নরেদ্র মোদী কেন্দ্রিয় সরকারকে দ্রুত বইটি নিষিদ্ধ করতে হুংকার ছুড়েছেন।
Click This Link
হিন্দু ভাইয়েরা আসেন আমরা শিব সেনার সাথে হাত মিলিয়ে এই সাদা চামড়ার কল্লা ফালায়া দিই।
লিংক-
Centre may ban book that says Gandhi is bisexual..INDIAN EXPRESS
THE HINDU
বুক রিভিও- View this link
ফরম ডিকশনারী.কম -
bi·sex·u·al-
১. a person sexually responsive to both sexes; ambisexual.
২. showing characteristics of both sexes: a bisexual personality
৩. possessing characters of both sexes : HERMAPHRODITIC
Word Origin & History
bisexual
1824, "having both sexes in one being," from bi- + sexual. Meaning "attracted to both sexes" is from 1914; the noun in this sense is attested from 1922. Cf. bisexuality.
http://www.amarbornomala.com/post3893.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।