বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......
হাহ। বাঙ্গালীরে। জীবনেও তোদের বুদ্ধি-সুদ্ধি হবে না রে। পাক বাংলা নাকি ভাই ভাই? কয় কি বেজাত এ?
গতকাল ম্যাচের কোন এক সময়ে রাস্তায় বের হয় কিছু কেনার জন্য। পাকিস্তানের ইনিংস শুরু হল মাত্র।
১টা চার মারার সাথে সাথে দোকানদার বলে উঠল, কোপা পাকিস্তান কোপা। পাক- বাংলা ভাই ভাই। কি আনন্দ তার এই কথা বলে? আর দোকান ভর্তি বাঙ্গালীগুলাও সেই ডায়লগ শোনার পর আনন্দে আত্মহারা হয়ে পড়ল। এইসব চিড়িয়ার মাঝে নিজেরে অবাঞ্ছিত মনে হইল। হায়রে কই আছি আমরা? খুব বলতে মন চাইছিল, পাকরা যদি তোমার ভাই হয় তার মানে তার বাপ তোমার বাপ।
তার মানে তোমার ভাইয়ের বাপ তোমার মার সাথে রাত্রি যাপন করছে। আর বেজাত হইয়া তুমি জন্মাইছ। কিন্তু বলার সুযোগ কই? এদের লাফালাফিতে আমার কণ্ঠস্বর তাদের কান পযন্ত পৌছুবে না। আমি কিছু ঘৃণা আর অস্বস্তি নিয়ে প্রস্থান করলাম।
এখন আমার কথা।
এই সব মানুষ কি জানে না ৭১এ কি হয়েছিল? তাদের বাপদাদারা কি তাদের বলে নি ৭১ এর কথা? যদি পাকরা ভাইই হত তাহলে ২ লাখ মা সম্ভ্রম হারায় কিভাবে?
এত তাড়াতাড়ি তারা এসব ভুলে গিয়ে পাকদের ভাই হিসেবে পেতে চায়? ভাইই যদি বলবি তাহলে কি দরকার ছিল ৭১ এ যুদ্ধ করে ৩০ লাখ মানুষের রক্ত বিসর্জন দেয়ার?
একটা ভিডিও শেয়ার করছি। পাকিস্তান ওয়েস্টইন্ডিজকে হারাবার পর কি জঘন্য কমেন্ট করে কিছু বাংলাদেশী। স্বাধীন দেশের আমার মাটিতে ঐদিন পাক পতাকা উড়ল কেন? আমি এর জবাব চাই।
ভিডিওটির ইউটিউব লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।