আমি কোন নারী কিংবা নির্যাতিতার কথা বলছি আমি কোন অপ্রস্ফুতিত ফুলের অকালে ঝরে যাবার কথা বলছি স্বাধীনতার ৪২ বছর পরেও কোন ফুলের রক্তাক্ত হবার কথা বলছি ক্রন্দনরোলে সপ্তম আকাশ বিদীর্ণ হবার কথা বলছি। আমার স্বাধীনতা হতভাগা আমার মাতৃভূমি তুমি জন্মদিয়েছিলে কিছু পশু আজো তারা খুবলে খুবলে খাচ্ছে আমার মানচিত্র ভেঙ্গেছে শহীদ মিনার এদের শিরায় শিরায় বইছে পশুর উগ্রতা ঝাঁপিয়ে পরে নারীর ওপর আদিম বর্বরতায় ছিন্নভিন্ন করে পবিত্র মন ও মানবিকতা। আমি মরে যাওয়া কিছু ফুলের কথা বলছি যারা জেগে উঠবে না প্রতিবাদে সমস্বরে কাঁপিয়ে তুলবে না এই জনাকীর্ণ রাজপথের প্রতিটি ইট অনাদৃত প্রতিটি ধুলোর কনা। আমি ৪২ বছরে শুধু রক্ত দেখেছি প্রগাঢ় রক্তিম তাজা তাজা বাহুর নিথর দেহ কখনো রাজপথে, কখনো মিছিলে, কখনো ব্যাগ বন্দী বধ্য ডোবায় আজো অপেক্ষায় থাকি কবে আঁধার কেটে আলো আসবে কবে মধ্য যুবতী রাজপথ বেঁয়ে হেঁটে যাবে নির্দ্বিধায় নিঃসঙ্কোচ ভয়হীন দুটি আঁখি। আমি সেই দিনের অপেক্ষায় থাকি চোখ ঝাপসা হয়ে যায় তবুও আশায় থাকি আলো আসবে আলো আসবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।