আমাদের কথা খুঁজে নিন

   

একে কি দুর্ভাগ্য বলব নাকি চরম মূর্খতা ?

চোখের দেখায় দেখছ যাকেহয়তো কোন মরীচিকা, আঁধার পথেখুঁজছ যাকে হয়তোকোন বিভীষিকা। তাই বারণ করি বারে বারে এসো না এই অন্ধকারে হৃদয় যে মোর কৃষ্ণগহ্বর হারিয়ে যাবে চিরতরে........... সারাদেশ এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে বিরাজ করছে। কখন কি হয়ে যায় এখন তাও ঠিক করে বলার উপায় নেই। একদিকে জামাত-শিবির রাজাকারদের মুক্তির দাবিতে সংগ্রামের নামে দেশে ভয়ানক সহিংসতা সৃষ্টি করেছে এবং বিএনপি যেখানে এটা বন্ধ করার আহব্বান করবে সেটা না করে উল্টো এইসব রাজাকারদের আর জামাত-শিবিরের পক্ষ নিয়েছে। গণহত্যার ইস্যু করে জামাত-শিবিরের সাথে এক হয়ে হরতাল ডাকল যার দরুন জামাত-শিবির আরও বেশি শক্তি অনুভব করে এবং আরও বেশি বেপরোয়া হয়ে উঠে।

আরে মূর্খের মত কেন কাজ করেন বুঝি না, এটাও কি জানেন না যে গণহত্যা কাকে বলে? নিরীহ মানুষকে যদি গণহারে হত্যা করা হত তাহলে বলতাম এটা সত্যিই গণহত্যা, কিন্তু হিংস্র-জানোয়ার যারা রাজাকারদের বাঁচানোর জন্য দেশের এতোগুলো সম্পদ নষ্ট করেছে, রেল খাত, ব্যবসা খাত,ঢাকার সাথে সাড়া দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষতি, দোকানপাট, গাড়ি ,বাস ইত্যাদিতে আগুন ধরিয়ে বর্বরতা আর অরাজকতা সৃষ্টি করেছে তাদের যদি গণহারে মেরে ফেলা হয় তাহলে বলব ওটা গণহত্যা নয়,ওটা নরপশু হত্যা। এইসব ক্যাচালের চাপায় যে দেশের এতবড় অর্থনৈতিক ক্ষতি হয়েছে যেসব নিরীহ মানুষ মারা গিয়েছে তাদের দায় তো জামাত-শিবির, বিএনপি এমনকি সরকারও নেবে না। সবমিলিয়ে সাধারন মানুষেরই ক্ষতি হল এই পুরো সময়টা জুড়ে। গত কয়েকবছর জুড়ে বিভিন্ন ইস্যুতে সরকারের অনিয়ম আর দুর্নীতির পরিপ্রেক্ষিতে এবং সরকারের অনেক ভুল দেখিয়ে বিএনপি মানুষের মনে অনেকটা জায়গা করতে পেরেছিল। সেই প্রেক্ষিতে আগামী নির্বাচনে ভোট ব্যাংক এর আধিক্যের দিকে বিএনপির জন্য অনেক সুযোগ সৃষ্টি হয়েছিল আর কাজটা আরও সহজ হয়ে গিয়েছিলো।

আজ যখন ঝামেলা জামাত- শিবির আর সরকারের মাঝে ঠিক সেই মুহূর্তে বিএনপি পারতো নিরপেক্ষ কর্মসূচীর দিয়ে নতুন একটা সুযোগ কাজে লাগিয়ে মানুষের মনে আরও জায়গা করার আরও একধাপ সুযোগ বিএনপি পেয়েছিল। কিন্তু এটাকে কি বলব,তাদের দুর্ভাগ্য নাকি চরম মূর্খতা ? বিএনপি জামাত-শিবিরের সাথে একাত্মতা করে যে ভুলটা করলো তাতে অতীতের সরকারের সকল খারাপ ইস্যু মানুষ ভুলে যেতে বাধ্য হবে আর সব মিলিয়ে ফায়দাটাও সরকারেরই হল। আজ হোক আর কাল হোক রাজাকারের ফাঁসি হবেই ইনশা আল্লাহ্‌! কিন্তু তোমাদের এই মূর্খতা যে ইতিহাসের নোংরা পাতায় আর মানুষের বিবেকে গচ্ছিত হয়ে গেলো, ওটার কি করবা ??? হাইরে বিএনপি! হাইরে খালেদা! দুই দুগুনে চার করতে গিয়া দুই দুগুনে শুন্য বানাই দিলা। বেফুক আপচুস! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।