১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদকে আগামী ১৮ এপ্রিল সংসদীয় উপ-কমিটিতে হাজির হতে হবে। তাদের এ হাজিরা নিশ্চিত করতে আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে।
সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত ওই চিঠি দুটিতে ফখরুদ্দিন আহমেদ ও মইন উ আহমেদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। মূলত সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের মধ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় সাক্ষ্য দিতেই তাদের ডাকা হয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ওই সহিংসতার ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটির ৪র্থ বৈঠকে ফখরুদ্দিন আহমেদ ও মইন উ আহমেদকে তলবের সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিন এ কমিটির আহবায়ক রাশেদ খান মেনন জানিয়েছিলেন, সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ সিনা ইবনে জামালী ও তৎকালীন ডিজিএফআই কর্নেল ছামস বা বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল ছামসুল আলম খানের দেয়া সাক্ষ্যের ভিত্তিতে তাদের তলবের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল সকাল ১১টায় সংসদ ভবনের ৪র্থ তলার ২নং স্থায়ী কমিটি কক্ষে এ উপ-কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।