তারা হলেন- ছাত্রলীগের সহ-সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র মিজানুর রহমান মিনু এবং অর্থনীতি বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহজাহান।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঘটনাতদন্তে দোষী প্রমাণিত হওয়ায় মিনু ও শাহজাহানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে তদন্ত কমিটি।
গত ২৬ মে রাতে চাঁদা না পেয়ে জিয়াউর রহমান নামে ক্যাম্পাসের এক ফটোকপি দোকানদারকে ছুরিকাঘাত করে দোকানদারকে ছুরিকাঘাতে আহত করে।
এর পর ক্যম্পাসের ব্যবসায়ীরা ধর্মঘট করলে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও হেলাল উদ্দিন আহম্মদকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়।
বহিস্কৃত মিনু ও শাজাহান চবি ছাত্রলীগ সভাপতি মামুনুল হকের অনুসারী হিসেবে পরিচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।