আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই
০১.
রুপকথা নয় বাস্তবতার ব্যস্ততায়,
হৃদয়ের গভীরতায়...
বিষন্ন কোন একজন।
কাটে প্রতিক্ষণ....
নিয়ে হৃদয়ে ক্ষরণ।
০২.
অবিরত গোপনে সে ক্ষরণ....
হয়তো শেষ হবে সে ক্ষরণ...
যেখানে দুয়ারে রয়েছে মরন।
প্রায়শই তাই ভেবে কাটে এই ক্ষণ।
কেন চারিপাশ আজ এতো নির্জন?
০৩.
ভেবেছিনু যারে আপনজন..
কেন সে আজ বিষন্ন কারন?
সে কি ছিল কোন মহেন্দ্র ক্ষণ
যখন নিয়েছিল আমার সামান্য এ মন..
তবে কে আমি আজ আনমন?
০৪.
বসে আনমন তোমায় ভাবি সারাক্ষণ..
আর কি আসবেনা কোন জন?
যাকে দিতে পারি এই মন?
অপেক্ষায় প্রতিক্ষন...
অপেক্ষা কি তবে হবে অনন্ত জীবন?
০৫.
অনন্যা আজ আমি বিষন্ন মন...
অন্য কিছু নাকি তুমিই তার কারন?
চেয়েছিলাম তোমার সঙ্গ প্রতিক্ষণ..
তাই কি দিলে এমন জীবন?
হয়তো এটাই প্রেমের আধুনিক আচরণ।
বিঃ দ্রঃ ১ম ছবিটি ও ১ম লাইনটি হাতুড়ে ছবিতোলকের কাছ থেকে নেয়া, তাকেই দিলাম এই ন-ণ। তবে অবশ্যই শুধু রুপকথা....বিষন্নতা টুকু আজ শুধুই আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।