good
মেযে়টা গদি আঁটা সোফায় বসা। খোলা চুল কাঁধে গডা়গডি় খাচ্ছে। ঠোঁটে লাল লিপস্টিক। সামনে একটি টেবিল। টেবিলের ওপর তরমুজ।
বাঁ হাত দিযে় এক ফালি ধরেছে মেযে়টা, অন্য হাতে ছুরি। পরনে হলুদ রঙের হাতাকাটা কামিজ। শরীরের পেছনের অংশের ছাযা় পেছনের দেযা়লে স্থির হযে় আছে_শিল্পী বিকাশ ভট্টাচার্যের এ চিত্রকর্মটিতে সবকিছু ছাপিযে় চোখ যায় কামিজে। বিকাশের নাযি়কারা হাতাকাটা পোশাকে স্বস্তি পান কি! তাঁর আরেকটি ছবিতে গালে হাত রেখে রেলিং ধরে আনমনে দাঁডি়যে় থাকা মেযে়টিও কলাপাতা-সবুজ রঙের শাডি়র সঙ্গে পরেছিল লাল রঙের হাতাকাটা ব্লাউজ। প্রথম চিত্রকর্মটির কথা এ কারণে বলা, মেযে়টির হাতাকাটা পোশাক ও তরতাজা তরমুজটি দেখে মনে হবে, সময়টা নিশ্চিত গ্রীষ্মকালের বা গরমের।
নইলে মেযে়টি অমন পাতলা হাতাকাটা পোশাকই পরবে কেন। আর টাটকা তরমুজটা মিলেছে গ্রীষ্ম বলেই। আসলে গরমই হাতাকাটা পোশাক পরার আসল সময়। বসন্ত বাতাসে ঊর্ধ্বমুখী গরমের পাশাপাশি পোশাকটারও ঊর্ধ্বমুখী দশা! বাইরে দেখছি, কেউ ফুলহাতার পোশাক পরে বেরিযে় মাঝদুপুরে ঘেমে ক্লান্ত হযে় কিছুক্ষণ পর পর জামার হাতা গোটাচ্ছে। তাই এই সমযে় বেছে নিতে পারেন হাতাকাটা পোশাক।
গরম টা টা হাতাকাটা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।