আই এম নো বডি...
আগের পোস্টের হেডিং দেখে গা জ্বলে গেছে দেখি অনেকের, তাইলে তাদের বুদ্ধিবৃত্তির প্রতি পূর্ন শ্রদ্ধা রেখে জানতে চাচ্ছি- ১৯৭১ এর ২৬ শে মার্চে জিয়াউর রহমান নিজেকে যখন প্রভিশনাল সরকারের প্রধান হয়ে স্বাধীনতা ঘোষনা করলেন (পরের দিন যদিও অনেকের চাপে ''অন বিহাফ অফ গ্রেট লিডার' এর নাম দিয়ে আরেকটা ঘোষনা দিলেন শুধু আগের ঘোষনা টাকে অথেনটিক করার জন্যে) তখন তো দেশে কোন সরকার ছিলো না, সরকার গঠিত হয়েছে ১৭ ই এপ্রিল আবার জিয়ার ঘোশনার প্রতিবাদ করে অন্য কেউ তো নিজেকে সরকার প্রধান দাবীও করেনি তাহলে এই সময়টাতে কে সরকার প্রধান ছিলো?? যদি উত্তর না থাকে তাহলে দৈবাতক্রমে হলেও জিয়াউর রহমানই স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান। আর এত ডকুমেন্ট নিয়ে সবাই ঘুমায়, এইগুলা কি??
সি আই এর টেলিগ্রামঃ "On March 27 the clandestine radio announced the formation of a revolutionary army and a provisional government under the leadership of a Major Zia Khan."
ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে
"Yahya khan left Dhaka abruptly on 25th March’ 1971 and Tikka Khan let loos his reign of terror the same night. The next day while the whereabout of Mujib was remained unknown, Major Ziaur Rahman announced the formation of the provisional Government of Bangladesh over radio Chittagong…'
এটা সাবেক পররাষ্ট্র সচিব ফখরুদ্দিন সাহেবের The critical Times বইয়ের লেখা। ওসমানী জিয়ার স্বাধীনতা ঘোষণাকে খাটো করার জন্য যুদ্ধকালে জিয়াকে সাসপেন্ডও করেছিলেন।
এটা হলো শেখ মুজিবের স্বীকৃত সেই পুস্তক আনন্দ পাবলিশার্সের “বাংলা নামের দেশ” বইয়ে লেখা ইতিহাস। যা সম্পর্কে শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ ১৯৭২ তারিখে নিজ স্বাক্ষরিত এক বাণীতে বলেন, “বাংলা নামের দেশ গ্রন্থে সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সংগ্রামের আগের ও পরের ইতিহাস, ধারাবাহিক রচনা, আলোকচিত্রমালায় চমৎকারভাবে সাজানো হয়েছে।
বইটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ন দলিল। ”
Indian Government published "Bangladesh Documents" এর ২৮৪ পাতায় কি লেখা আছে দেখুন তো-
"...…has enabled the Government of Bangladesh, first announced through Major Zia Rahman, to set up a full fledged operational base from which it was administering its liberated areas…"
ভারত সরকারের প্রকাশিত Bangladesh Documents Page 530 আবার সি আই এর কথার পুনররাবৃত্তি করা আছে।
টিক্কা খানের পিআরও মেজর সিদ্দিক সালিকের লেখা Witness to Surrender এর ১০ অনুচ্ছেদঃ
Major Ziaur Rahman, the second-in-command of 8 East Bengal, assumed command of the rebels in Chittagong in the absence of Brigadier Majumder ( Who was tactfully taken to Dacca a few days earlier). While the government troops clung to the radio station……….Major Zia broadcast ‘the declaration of bangladesh’
শেখ মুজিবের সেনাপতি মেজর জেনারেল কেএম সফিউল্লাহ বীর উত্তম, মুক্তি বাহিনীর ৩নং সেক্টরের সেক্টর কমান্ডার ও আপনার দলীয় নির্বাচিত সংসদ সদস্য। তিনি ১৯৮৯ সালে তাঁর রচিত Bangladesh at war গ্রন্থের ৪৪-৪৫ পাতায় কি লিখেছে পড়েনঃ
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/yettobefreedom_1301260271_9-shafi.jpg
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইনিও বোধ হয় বিএনপি করতেন? কেনো তিনি এসব লিখছেন তার Bangladesh Emergency of a Nation বইয়ের ১৪৩ ও ২২৭ পাতায়?
এই ডকুমেন্টগুলা হাওয়া থেকে পয়দা হয়নি আর তাই গলাবাজি না করে মানি লোককে মান দিতে শেখেন তাতে আপনার মানি 'পিতার' সম্মান যাবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।