ভালো কাজের জন্য ভালো মানুষ হলে হয় না। ভালো মন থাকতে হয়।
হাটিঁ হাটিঁ পা করে আরো একটি বাংলা বছর শরু হতে যাচ্ছে। আমাদের বেদনা আর হতাশা ঝেরে ফেলে আরো একটি নতুন অধ্যায় শুরু করতে যাবো............ এই আমাদের জীবনের পথচলা..............জীবনের এই পথচলার মাঝে আমাদের আনন্দময় মুহুর্তগুলো কেউ হারাতে চাই না................. ইশ!!!!!!!!! এই মুহুর্তগুলো যদি কোন সোনার খাঁচায় বন্দী করে রাখা যেত............... তাহলে কতইনা ভালো হত............ সেই মুহুর্তগুলো হয়ত সোনার খাঁচায় বন্দী করা সম্ভব নয়................. কিন্তু আমাদের বর্তমান যুগের স্থিরচিত্রের (ক্যামেরা )মাধ্যমে তা সম্ভব......................
সামুর ফটোওয়াকের ধারাবাহিকতায় আসছে ১৪ই এপ্রিল ২০১১, পহেলা বৈশাখ ১৪১৮। সবাইকে পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিচ্ছি। তবে সেটা স্থিরচিত্রধারন অথাৎ ফটোগ্রাফি স্টাইলে। মানে, একটি ফটোওয়াকের আয়োজন করা হচ্ছে ১৪ই এপ্রিল, বাংলার রুপ-লাবন্য যেখানে নতুনকে শুভেচ্ছা জানাবে, ঠিক সেখানেই মিলিত হবো
আমরা সবাই, জড়ো হবো ছবির হাটে । এরপর চলবে সারাদিন ব্যাপী ফটোওয়াক। কারো কোন ধরনের পরামর্শ থাকলে দিতে পারেন ...
আশা রাখি সকলের সাথে মোলাকাত করার একটা ভাল সুযোগ পাওয়া যাবে।
সময়- সকাল ৭.৩০ থেকে বিকাল ৭.৩০ (যতক্ষন খুশী থাকতে পারেন)
ফেইসবুকের লিংক
যোগাযোগ -
রিফাত জামিল ইউসুফজাই----01912043530 (ক্যামেরাম্যান)
রেজওয়ান আহমেদ-----01615717999 (বিদ্যাসাগর)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।