আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কথা রাখেনি

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।

প্রিয় লেখক সুনীল এসেছিলেন কিছুদিন আগে চট্টগ্রামের ডিসি হিলের বই মেলায় । প্রিয় লেখকের সম্মানে উনার জনপ্রিয় একটি কবিতার রিমেক করার চেষ্টা করলাম । দেখুনতো কেমন হলো- কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ফেইসবুকে এক রূপবতী চ্যাটে হেসে হঠাৎ বলেছিল আমার ভালোবাসাটুকু আজীবন রয়ে যাবে। তারপর ইয়াহু , স্কাইপেতে কত রূপসী এসে চলে গেল, কিন্তু সেই রূপবতী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি । ক্যাম্পাসের সুন্দরী নন্দিতা বলেছিল, অপেক্ষা করো তরুণ তোমাকে নিয়ে সারা শহর রিকশায় ঘুরতে যাবো সেখানে পাহাড় আর গাছের আড়ালে ছেলেমেয়েরা গল্প করে প্রিয় নন্দিতা, আমি আর কত অপেক্ষা করবো? আমার হৃদয় ফেটে চৌচির হলে তারপর আমায় তিন চাকার যানে ঘুরতে নিয়ে যাবে? একটাও ভালোবাসার গোলাপ পাইনি কখনো রজনীগন্ধার ষ্টিক দেখিয়ে দেখিয়ে দেয়া নেয়া করেছে যুগলরা অভাগার মতন চাতক নয়নে দাঁড়িয়ে দেখেছি বাঁধ ভাঙ্গা প্রেমলীলা অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি ! বন্ধু আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস, একদিন আমরাও... বন্ধু এখন বিবাহিত, আমার দেখা হয়নি কিছুই সেই লাল গোলাপ, সেই রজনীগন্ধার ষ্টিক, সেই প্রেম লীলা আমায় কেউ ফিরিয়ে দেবে না ! কানের পাশে লিপষ্টিকে রাঙানো ঠোঁট রেখে পৃথিলা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার দু`গালে লিপষ্টিকের ছাপ অংকন হবে ! ভালোবাসার জন্য আমি দিবা-নিশি স্বপ্ন দেখেছি দুরন্ত উচ্ছাসে ঢেলেছি ভালোবাসার বারুদ হৃদয়ের অলি-গলি তন্ন তন্ন করে খুঁজে সাজিয়েছি ১০৮ পদ্য তবু কথা রাখেনি পৃথিলা, এখন তার ঠোঁটে শুধুই লিপষ্টিকের ঔজ্জল্য এখনো সে যে কোন নারী ! কেউ কথা রাখোনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা! মূল কবিতাটি পড়তে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।