২৫ বছর কাটলো, কেউ কেউ কথা রাখে
ফরিদপুর: দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা। এরপর জীবন বিশ্বাস (৬৫) ফিরে পেলেন তার প্রেমিকা বনমালা বিশ্বাসকে (৫০)। ভাগ্য তাদের দু’জনকে আবার এক সঙ্গে বেঁধেছে।
ফরিদপুর শহরের টেপাখোলার বিন্দুপাড়ায় আদিবাসী পল্লীতে কৈশোর কেটেছে দু’জনের। তখন একে অপরের মধ্যে প্রণয় হয় তাদের।
সাধ ছিল দু’জনের এক সঙ্গে ঘর বাঁধবেন। কিন্তু দু’ পরিবারের দ্বন্দ্বের কারণে তাদের সেই সাধ পূরণ হয়নি।
জীবনের জন্য কান্না বুকে নিয়ে অন্যত্র বিয়ে হয় বনমালার। স্বামীর ঘরে যাওয়ার সময় বনমালা জীবন বিশ্বাসকে বিয়ে করে সংসারী হতে বলেন।
এসব প্রায় ২৫ বছরের আগের স্মৃতি।
সময়ের কাটা ঘুরে কেটে যায় ২৫ বছর পর। জীবন বিশ্বাসের সঙ্গে দেখা হয় বনামালার। এই দেখা তাদের মধ্যে অন্য অনুভুতির জন্ম দেয়। কী একটা টান অনুভব করেন তারা। তবে তরুণ বয়সের মতো অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি তারা।
সময়ের কারণে এতোদিনে অনেক কিছুই বদলে গেছে। স্বামী হারিয়েছেন বনমালা। অন্যদিকে স্ত্রীও হারিয়েছেন জীবন বিশ্বাস।
বর্তমানে এক ছেলে এক মেয়ের বাবা জীবন বিশ্বাস। আর বনমালার রয়েছে দুই ছেলে এক মেয়ে।
জীবনের সঙ্গে বনমালা দেখা হওয়া পর দু’জনের মধ্যে আবার জেগে ওঠে ভালোবাসার আবেগ।
সবার উৎসাহে নতুন করে দু’জনের ঘর বাঁধার স্বপ্ন পুরণ হয়। হিন্দু ধমীর্য় রীতিতে বিয়ে হয় তাদের।
এলাকার উৎসাহী যুব সংগঠন সুপার স্টার ক্লাব প্রায় দু’শ লোককে দাওয়াত করে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।
সারাদিন বিন্দুপাড়ায় জীবন-বনমালার বিয়ের উৎসব চলে মাইক বাজিয়ে আর রং ছিটিয়ে।
আর এই রং লেগেছে সদ্য ‘তরুণ’ হওয়া দুটি হৃদয়েও
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।