আমাদের কথা খুঁজে নিন

   

নীল আধারে আমি


কালিময় চোখের মনিতে একি তির্যক চাহনী হাজার সমুদ্র দুঃখ চেপে রয়েছি আমি এত পরিচিত শুষ্ক, রিক্ত, নিরস মুখায়ব মোরে কতটুকু ধারিত তোমার নির্লিপ্ত হৃদয়জুড়ে রাতজাগা শালিক আর বাদুরের মাঝে আধারের চাঁদর পোড়ানো চাঁদের আলোয় তোমার সুখসপ্নের বিভোর আমাতে হারিয়ে ফেলা সুখস্মৃতিগুলোর স্পর্শে পরিচিত এই আমাত স্পর্শিত হবে আমার শ্বাসত দুঃখে পরিচিত তোমার নিষ্ঠুর নীরব অপরূপআখি জোড়ায় ওগো প্রেয়সী মোর, তোমারে চিনেছি আকাশভরা আধারের মাঝে দেখেছি বিকেল বেলার স্নিগ্ধ আলোয় ভেবেছি কত শত নীরবতায় তোমার ওই মুখায়বে কত যে চেয়েছি আমায় শান্ত আমার সেই দৃষ্টি কি এতটুকু ভাবিয়েছে তোমায় কাছের আমাকে যত কাছেই দেখ দুরের আমির মাঝে আমি তোমার হৃদয় রাজা এই কথা কেন বুঝেও বোঝ না ভালবাসিতে না পার দুঃখ কেড়ে নিও না বারান্দার রেলিংয়ে দাড়িয়ে দূর আকাশে কত শত রং আর মেঘের খেলাই দেখ জানিনা আজো এত শত রংয়ে আমায় কত বার আক চোখের নীচের কালি মেখে আমায় যত দুরের ভাবনা ভাব চিরদিনের জন্য পরিচিত আমি বাসি তোমার প্রতিটি স্পন্দনের মাঝে শ্বাসত আমার অতি অল্প অস্তিত্ব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।