আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা
স্বাধীনতা দেখবার সুযোগ হয়নি আমার,পারিবারিকভাবে দু একজনের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা নিয়েও বরাই করি না কখনও ...কিন্তু যখন দেখি কলমদাদিদের মতো চির অসহায় মুখগুলো নিষ্পেশিত হয় আর স্বাধীনদেশের স্বাধীন নাগরিক হয়ে আমরা বুকফুলিয়ে চলি তখন নিজের প্রতি অনেক ঘৃনা হয়,কলমদাদিদের চোখের অঃস্ফূট আর্তনাদ আমাদের লজ্জায় মাথানত করে দেয়...
আপনাদের সবার অভূতপূর্ব সাড়া পেয়ে আজ আবার সত্যিকার ভাবেই চির অবহেলিত মানুষটির জন্য কিছু করবার সাহস পাচ্ছি...
অনেকেই অনেক ভাবে পরামর্শ দিচ্ছেন...এগিয়ে আসতে চাইছেন... দাড়াতে চাচ্ছেন কলমদাদির পাশে.....
তাই আজ দেখিয়ে দিতে ইচ্ছে হচ্ছে আমাদের দৌড় শুধু কথাতেই সীমাবদ্ধ নয়...শত প্রানের জোয়ার আজ এক নতুন স্বাধীনতা দিবসের কেতন উড়াতে চালেছে...
যেখানে প্রকৃতত্যাগী মানুষগুলো যেন আর অবহেলার শিকার না হন....আমরা সবাই যেন আজ সে শপথ নিতে পারি...৩০লক্ষ প্রানের বিনিময়ে সে স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছি সেটিকে মলিন হতে দেব না কখনো....
কলমদাদিরা আর যেন নীরবে না কাঁদে,আমরা সন্তানরা থাকতে তার চোখে জল মানায়??
আমার স্বাধীনতার এই দিনটি আমি দাদির জন্য উৎসর্গ করতে চাই...
এবারের স্বাধীনতা দিবস পুরোটা হোক দাদির জন্য ...এটি হোক আমার সবচে স্মরনীয় স্বাধীনতা দিবস...
সবাই আসছেনতো কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি চত্বরে,ঠিক বিকাল ৪ টায়... সাথে থাকবেন আমাদের কলমদাদিও....
ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।