আমাদের কথা খুঁজে নিন

   

somewhereinblog.net এর service!

লিখলাম কিছু কথা...

আমি নতুন blogger. এই পর্যন্ত একটা, মাত্র একটা ব্লগ লিখেছি। আরও লিখতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। কেন? কারন আমার Profile-টা registration এর সময় আমি "আহাম্মক" এর মত নিজের নাম এর বানানটা ভুল করে ফেলি। একটা ''ি" আগে দিয়ে ফেলি। কিন্তু আমার জানা ছিল না যে http://www.somewhereinblog.net এ registration এর পর আর information পরিবর্তন করা যায় না।

"মুশফিকুর রহমান সুমিত" আমার নাম। ভুলে লিখে ফেলেছিলাম "মুশিফকুর রহমান সুমিত"। স্বীকার করি, এই ভুল অপ্রত্যাশিত; কিন্তু তাই বলে অমার্জনীয়? ভুলটি সংশোধন করার জন্য "কোন সমস্যা" অংশে বেশ কয়েকবার report করেছি। কোন ফল এখন পর্যন্ত পাইনি। একটা ticket number দিয়ে email করা হয় আমার email address-এ।

এখানেই খুব সম্ভবত তাদের দায়িত্ব শেষ। email-এ খুব সুন্দর একটা কথা লিখা আছে, "You will hear from us within 3 working days." মধু মধু!!! এই reply-টা পেয়েছিলাম ১৯ তারিখে। এখনো কি ৩দিন যায়নি? মনে হয় না। ৩দিনের মধ্যে তো আমার নাম ঠিক হয়ে যাওয়ার কথা! আমি অবশ্য আশাবাদী মানুষ। তাই সহজে হতাশ হই না।

email-টাতে আর একটা line ছিল, "If you do not hear from us within 3 working days, please email us with the ticket number." বাহ! হাতেতো এখনো সুযোগ আছে-এই ভেবে আমি email করলাম আমার ticket number সহ। এই কাজটি আমি করেছি তাও ৩দিন হয়েছে। কিন্ত নাম তো নামের মতই আছে। তাই আজ ভুল বানান নিয়ে blog-টি লিখলাম। blog পড়ে মানুষ জানবে যে এমন মানুষও আছে যে নিজের নামের বানান ভুল করে।

অনেকেই হাসবে। হাসুক! তাও যদি নামের বানানটা ঠিক হয় সেটাই আমার অনেক বড় পাওয়া হবে। যদি website-টির controller-দের মধ্যে কারো এই লেখাটি চোখে পরে তবে দয়া করে পদক্ষেপ নিবেন। তা না হলে এই ভুল বানান নিয়েই আমাকে স্বাধীনতা দিবসের জন্য লিখতে হবে। ধন্যবাদ!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।